কেরিয়ার গাইড

আগ্রহ থাকলে পর্যটনও হতে পারে পেশা

By admin

September 18, 2020

কলকাতা ব্যুরো: ঘোরাঘুরির নেশা থাকলে, পর্যটন শিল্পকে নিজের পেশা করে তুলতে পারেন। কলকাতায় বেশ কয়েকটি কলেজ আছে, যেখানে টুরিজম, হসপিট্যালিটি ম্যানেজমেন্টের কোর্স করানো হয়। এখানে জানানো রইলো তেমনই কয়েকটি কলেজের নাম। পাশাপাশি দেওয়া রইলো, নানান কোর্সের হদিশও।

১। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি- এখানে ট্রাভেল অ্যান্ড টুরিজমে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করানো হয়। ১ বছরের কোর্স।

২। ইন্টারন্যাশনাল স্কুল অফ হসপিট্যালিটি ম্যানেজমেন্ট- হোটেল ম্যানেজমেন্ট ও টুরিজমে ৩ বছরের ফুল টাইম ব্যাচেলর কোর্স করানো হয় এই প্রতিষ্ঠানে। খরচ প্রায় ৪.২৪ লক্ষ। এ ছাড়াও রয়েছে হোটেল ও হসপিট্যালিটি ম্যানেজমেন্টে ৩ বছরের ফুল টাইম বিবিএ কোর্সের সুবিধা।

৩। অ্যামিটি ইউনিভার্সিটি অনলাইন- এখানে করানো হয় টুরিজম অ্যাডমিনিস্ট্রেশনে বিএ। এটি ৩ বছরের অনলাইন কোর্স। খরচ প্রায় ১.৬৫ লক্ষ। আবার করানো হয় ট্রাভেল অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। ১ বছরের অনলাইন কোর্সের খরচ ১.২০ লক্ষ টাকা।

৪। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ- ট্র্যাভেল অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি করানো হয় এখানে। ৪ বছরের ফুল টাইম কোর্সের খরচ প্রায় ২.১৫ লক্ষ টাকা। আবার হোটেল ম্যানেজমেন্ট বিএসসি ও এমএসসি কোর্সও করানো হয়। এদুটি যথাক্রমে ৩ ও ২ বছরের ফুল টাইম কোর্স, যার খরচ ২.২৫ লক্ষ ও ১.৭৫ লক্ষ টাকা। ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও করানো হয় ম্যানেজমেন্টে। খরচ পড়বে ১.২৭ লক্ষ টাকা।

৫। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট- ডিপ্লোমা, বিবিএ, এমবিএ, বিএসসি ডিগ্রি করানো হয় হোটেল ম্যানেজমেন্ট কোর্সে। আবার হসপিট্যালিটি ম্যানেজমেন্টে করানো হয় ব্যাচেলর, মাস্টার, এমবিএ, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স। এ ছাড়াও ফুড ও বিভারেজেস সার্ভিসের ৬ মাসের কোর্স ও হোটেল অপারেশনে ১২ মাসের সার্টিফিকেট কোর্সও করানো হয় এখানে।

৬। স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স- ব্যাচেলর অফ টুরিজম অ্যান্ড ট্র্যাভেল ম্যানেজমেন্টের ৩ বছরের কোর্স করানো হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে।

৭। জিএনকে ইন্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ- ট্র্যাভেল ও টুরিজম ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং হসপিট্যালিটি অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্টে বিএসসি কোর্স করানো হয়।

৮। জর্জ গ্রুপ অফ কলেজেস- এখানে ৪ বছরের ট্র্যাভেল ও টুরিজম ম্যানেজমেন্টের কোর্স করানো হয়, যার খরচ পড়বে ২.২৮ লক্ষ টাকা।

৯। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি- এখানে হসপিট্যালিটি ও টুরিজম অ্যাডমিনিস্ট্রেশনে বিএসসি ও এমএসসি ডিগ্রি পড়াশোনা করানো হয়।

১০। আইএএস অ্যাকাডেমি- ট্র্যাভেল অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্টে ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স করানো হয় এখানে। শুধু তাই নয়, হসপিট্যালিটি ও টুরিজম ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করানো হয় এখানে। ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্সেরও সুবিধা রয়েছে এই অ্যাকাডেমিতে।