এক নজরে

৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে বন্ধ ট্রেন

By admin

August 10, 2020

কলকাতা ব্যুরো: লোকাল ট্রেন তো দূরের কথা, মেল, এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার আশু সম্ভাবনা নেই। রেল বোর্ডের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশে ১২ অগাস্ট পর্যন্ত কিছু স্পেশাল ছাড়া সমস্ত ট্রেন চলাচল বন্ধ। কিন্তু রেল বোর্ডের নয়া নির্দেশিকায় অগস্ট তো বটেই, সেপ্টেম্বরেও ট্রেন চলাচল শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই।এই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে কোন ট্রেন চলবে না। রেলের সমস্ত জোনাল দপ্তরে সোমবার এই নির্দেশিকা পৌঁছেছে। যদিও ২৪ ঘণ্টার নোটিশে ট্রেন চলাচল শুরু করতে সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিল রেলের সমস্ত জোন। মেল, এক্সপ্রেস তো বটেই লোকাল, শহরতলির ট্রেনের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রয়োজ্য বলে জানানো হয়েছে। তবে এই নির্দেশিকায় মেট্রো সম্পর্কে কোন কথা বলা হয়নি। এখন নতুন করে ট্রেন বন্ধের মেয়াদ বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরের প্রথম দিকে স্কুল-কলেজ খোলার সম্ভাবনা কমে গেল বলে মনে করছে সাধারণ মানুষ।