আবহাওয়া

Tourist: টানা বৃষ্টিতে পাহাড়ে ধ্বসে আটকে পর্যটক

By admin

October 19, 2021

কলকাতা ব্যুরো: সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। দার্জিলিং ও কালিম্পং এর বিভিন্ন এলাকায় রাস্তায় ধস নামার ফলে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বহু এলাকায় পর্যটকরা আটকে পড়েছেন। ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় রিশপের ছ মাইল এলাকায় দুটি জিপ ধ্বসে আটকে পড়ে।অন্তত ১০ জন পর্যটক সেখানে আটকে গিয়েছেন।

বৃষ্টি ও ধসে উত্তরাখণ্ডে যাওয়া বাংলার বহু পর্যটক বিপদের মুখে পড়েছেন। চামোলী, হরিদ্দার সহ বিভিন্ন এলাকায় বহু বাঙালি পর্যটক ধ্বসে আটকে পরায় বিপদের আশংকা করছে পরিবার। তাদের নিরাপদে সরিয়ে আনতে রাজ্যের তরফে উত্তরাখান্ড সরকারের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। রাজারহাট এলাকা থেকে যাওয়া ১৫ জনের একটি দলকে উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে চামোলির প্রত্যন্ত এলাকায় পাঠানো হয়েছে। কিন্তু বহু এলাকায় ধসের জন্য রাস্তা বন্ধ থাকায় পরিস্থিতি আরো জটিল হয়েছে। উদ্ধার কাজে বাধা হচ্ছে।

আবার ২৯ মাইল এলাকাতেও রাস্তায় ধসের ফলে বন্ধ হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিন বেলা দুটোর পর থেকে ওই রাস্তায় যান চলাচল বন্ধ। এই পরিস্থিতিতে আগামী দুদিন বৃষ্টিতে পাহাড়ে দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। যদিও টানা বৃষ্টিতে এবার শীতের আগমনের বার্তায় দার্জিলিং পাহাড়ে বরফ সেই আশায় রয়েছে বহু অভিজ্ঞ পর্যটকও।

রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে পাহাড়েও তুমুল বৃষ্টি শুরু হয়েছে। সোমবার রাত থেকে চলা এই বৃষ্টিতে বহু এলাকায় রাস্তায় ধ্বস নেমেছে। এই অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। কালিঝোরা ও রংপোর মাঝে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বহু পর্যটক এদিন দুপুর থেকেই সেই পথে আটকে পড়েছেন। তার মধ্যে টানা বৃষ্টিতে রাস্তা মেরামতের কোন সুযোগ নেই। ফলে একরকম পর্যটক নিয়ে গাড়ির লাইন পড়ে গিয়েছে রাস্তার ধসের দু পাশে।পুলিশ সূত্রে খবর, তাকদা, তিনচুলে, রঙ্গলির কিছু জায়গায় পাহাড়ে ধ্বস নেমেছে। ফলে পর্যটকদের দ্রুত উদ্ধারের পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা থেকে বেড়াতে যাওয়া অদিতি বসু বলেন, সোমবার রাত থেকে কালিম্পং এ টানা বৃষ্টিতে হোটেল থেকে বেরোনোর অবস্থা নেই। আমাদের কয়েকজন পরিচিত বেরিয়েছিলেন। তারা এখন রাস্তায় আটকে রয়েছেন। হোটেল মালিকদের তাদের বোর্ডারদের ব্যাপারে সমস্যা হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।