কলকাতা ব্যুরো: তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা পেলেন ব্রাত্য বসু ও মইনুল হাসান। এ দিন দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিন সংবাদিক বৈঠকে না না বিষয় উঠে এলেও কেন্দ্রের শিক্ষানীতি নিয়ে শিক্ষামন্ত্রী হিসেবে তিনি দলীয় অফিসে বসে কিছু বলবেন না বলে জানিয়ে দেন পার্থ চ্যাটার্জি।
এ দিন দলীয় অফিসে এসে ফের দলের পতাকা হাতে নিলেন বালুরঘাটের বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুরের এক সময়ের তৃণমূলের শেষ কথা বিপ্লব অভিমানে দল ছাড়েন লোকসভা ভোটের পর। দেখি গিয়ে যোগ দেন বিজেপিতে। কিন্তু সেখানেও গুরুত্ব না পেয়ে তিনি তৃণমূলে ফিরছেন বলে ইঙ্গিত ছিলো দলেই। এ দিন দুপুরে তৃণমূল রাজ্য অফিসে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি।