এক নজরে

শাহরুখের সিনেমা “ম্যায় হু না” কে প্রচারে ব্যাবহার করবে তৃণমূল

By admin

August 28, 2020

কলকাতা ব্যুরো : শাহরুখ খান আর সুস্মিতা সেনের সিনেমা “ম্যায় হু না” এবার তৃণমূলের প্রচার হাতিয়ার হচ্ছে। কিং খান কে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর থেকে শাহরুখের সবকিছুই ভালো লাগছে তৃণমূলের। ২০০৪ এ মুক্তি পায় শাহরুখের এই ছবি। ২০২০ তে সেই ছবি আবার নতুন করে মুক্তি পেলো বঙ্গ রাজনীতিতে। এই ছবির নাম ব্যাবহার করে টুইট ও সেরে ফেলেছে তৃণমূল।

সুস্মিতা সেন এই ছবির নায়িকা ছিলেন। ছবিতে শিক্ষিকার ভূমিকায় অবতীর্ণ ছিলেন। চক দিয়ে বোর্ডে লিখতে দেখা যায় লাস্যময়ী সুস্মিতা সেনকে। এবার তার জায়গায় তৃণমূল মমতাকে নিয়ে এলো। টুইটে এরকমই ছবি পোস্ট হয়েছে।

মমতা লিখছেন বোর্ডে চক দিয়ে ” ম্যায় হু না ” । এটা কি তবে প্রশান্ত কিশোর এফেক্ট ? নিন্দুকেরা তাই বলছেন ইতিমধ্যেই। একুশের মঞ্চ থেকেই নেত্রীর গলায় একই রকম কথা শুনেছেন কর্মীরা , ” হাম হ্যায় না।” নানান চিন্তা মাথায় আসছে দলের। এ তারই প্রতিফলন।

রাজনৈতিক মহলে এমন কথাও শোনা গেলো, ‘ দিদিকে বলো’ আর ‘বাংলার গর্ব মমতা’-র পরই এই স্লোগান মাথায় এসেছে তৃণমূলের।