২১ এর ধর্মযুদ্ধ

তিন দফার ভোট একসঙ্গে ২৪ এ, না কি বন্ধ প্রচার?

By admin

April 15, 2021

কলকাতা ব্যুরো: রাজ্যে শেষ তিন দফার ভোট কি একসঙ্গেই করে ফেলা হবে, নাকি আগামী তিনটি দফার ভোটের আগে নির্বাচনী প্রচার পুরোপুরি বন্ধ করবে নির্বাচন কমিশন? দুদিন আগে কলকাতা হাইকোর্ট করোনা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দেওয়ার পর নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে আপাতত এই প্রশ্ন দুটিই ঘুরেফিরে আসছে। জেলাশাসকদের সঙ্গে বৈঠকেও এই বিষয়গুলি উঠেছিল।বৃহস্পতিবার বাংলা নববর্ষের দিনে নির্বাচন কমিশনের কলকাতার অফিসে ছিল নানান রকমের বৈঠক। একই সঙ্গে নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী সমন্বয় দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে, যদি শেষ তিন দফার ভোট একসঙ্গে করতে এগিয়ে আনা হয়, সে ক্ষেত্রে ২৪ এপ্রিল কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্তভাবে সর্বত্র পাঠানো সম্ভব কিনা। এখনো পর্যন্ত তার সদুত্তর পাওয়া যায়নি।এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন শুক্রবার এ ব্যাপারে বৈঠকে বসছে। আগে ঠিক ছিল, প্রতিটি রাজনৈতিক দলের থেকে একজন করে প্রতিনিধি হাজির থাকবেন। কিন্তু এবার রাজনৈতিক দলগুলি দুজন করে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে চাপ দেওয়ায় বৈঠকের স্থান বদল করা হয়েছে। গোলপার্কের বেদীভবন এ কেন্দ্রীয় সরকারে গেস্ট হাউস শুক্রবার ওই বৈঠক হতে চলেছে। সেখানে রাজনৈতিক দলগুলোকে এই দুটি ব্যাপারে প্রস্তাব দিতে পারে নির্বাচন কমিশন।বৃহস্পতিবার রাজ্যে ভোটের কাজে নিযুক্ত অবজারভারদের সঙ্গে বৈঠক করে কমিশন। ভিডিও কনফারেন্সে সেই বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির নির্বাচনের একগুচ্ছ প্রথম সারির অফিসার। হাইকোর্টের নির্দেশ মেনে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন শেষ করার পাশাপাশি কোন ভাবে যাতে প্রচারে ভিড় না হয়, সেটা কিভাবে সম্ভব, তাই ছিল আলোচনার মূল বিষয় কমিশন সূত্রে খবর, যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর, সে ব্যাপারে জানানো হতে পারে।তাছাড়া বৃহস্পতিবার করোনা ইস্যুতে হাইকোর্টে মামলা রয়েছে। আগের নির্দেশ অনুযায়ী, সেখানে কমিশনকে রিপোর্ট দিতে হবে। আবার মঙ্গলবার হাইকোর্ট যে মামলায় নির্দেশ দিয়েছিল, সেই মামলাটির আগামী সোমবার আবার শুনানি রয়েছে। সেখানেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হলফনামার আকারে তার রিপোর্ট দিতে হবে। ফলে রবিবারের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।