এক নজরে

কুলগামে বিজেপির তিন কর্মীকে খুন করে জঙ্গিদের হুঁশিয়ারি

By admin

October 30, 2020

কলকাতা ব্যুরো: লস্কর-ই-তৈবার স্থানীয় জঙ্গীদের হামলায় মৃত্যু হল তিন বিজেপি কর্মী ও নেতার। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায়। পুলিশ জানিয়েছে, লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন রেসিস্টেন্স ফ্রন্ট এই ঘটনার দায় স্বীকার করেছে।বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ফিদা হুসেন, ওমর হাজাম এবং ওমর রশিদ বেগ ওয়াই কে পুরা এলাকায় এদিন সন্ধ্যায় গুলিবিদ্ধ হন। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাউকেই বাঁচানো যায়নি। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ইংরেজি এবং হিন্দিতে মেসেজ দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে রেসিস্ট্যান্ট ফন্ট নামে ওই জঙ্গী সংগঠন লিখেছে, আগাম শ্মশানে জায়গা করে রাখুন।গত জুন মাস থেকে কাশ্মীরে বিজেপি কর্মী ও নেতাদের ওপর লাগাতার হামলা হচ্ছে। ইতিমধ্যে আট জন নেতাকর্মী জঙ্গিদের গুলির নিশানা হয়েছেন।এদিন কুলগাম এ হামলায় তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তার টুইট বার্তায় বলেছেন, ওই যুবকরা সেখানে খুব ভালো সংগঠন তৈরির কাজ করছিল। এমনভাবে খুনের নিন্দা করছি।যদিও রাত পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।