এক নজরে

বাংলাদেশ পাচারের আগে উদ্ধার হাজারের বেশি কচ্ছপ

By admin

December 09, 2020

কলকাতা ব্যুরো: বাংলাদেশে পাচারের সময় বিশাল অংকের কচ্ছপ ধরা পরল বারাসাত থেকে। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে যৌথভাবে অভিযান চালায় উত্তর ২৪ পরগনা বন বিভাগ ও বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ সংস্থা। একটি পিকআপ ভ্যান টার্গেট করে যৌথবাহিনী এই অভিযান করে। গাড়িটিকে দাঁড় করিয়ে ১৩১২ টি বিভিন্ন মাপের কচ্ছপ উদ্ধার করা হয়। একইসঙ্গে ১৮৮ টি মৃত কচ্ছপ পাওয়া যায়। এই ঘটনায় ছ জনকে গ্রেফতার করেছে ওয়াইল্ডলাইফ প্রাইম কন্ট্রোল ব্যুরো। এদের সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানটি বোঝাই করা ছিল পেঁয়াজের বস্তা দিয়ে। কিন্তু বনদপ্তরের কাছে আগাম খবর থাকায়, সেই গাড়িটিকে বারাসাতে আটক করা হয়। পেঁয়াজের বস্তা সরাতেই একে একে বিভিন্ন রকম ট্রের মধ্যে বিরল প্রজাতির কচ্ছপ গুলি পাওয়া যায়। সেগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছিল বলে ধৃতদের জেরা করে জানতে পেরেছে বনদপ্তর। এই চক্রে জড়িত আরও লোকজন এর খোঁজে তদন্ত শুরু হয়েছে।