এক নজরে

১৩ টি নয়, আরো ৫ টি ট্রেন চালানোর অনুমতি পেলো পূর্ব রেল

By admin

September 26, 2020

কলকাতা ব্যুরো: অক্টোবর থেকে আরো ১৩ টি ট্রেন চালানোর অনুমতি চেয়েছিল পূর্ব রেল। হাওড়া, শিয়ালদা এবং মালদহ ডিভিশন থেকে ওই ট্রেনগুলি চালানোর অনুমোদন চেয়েছিল পূর্ব রেল। কিন্তু ১৩ টি নয়, ৫ টি ট্রেন্ড চালানোর অনুমোদন দিয়েছে রেল বোর্ড। পূর্ব রেলের বক্তব্য ছিল, লাভজনক ওই ১৩ টি রুটে ট্রেন চালানো হলে একদিকে যেমন যাত্রীরা উপকৃত হাবেনজ তেমন তা থেকে রেল ও মাসে ২৩ কোটি টাকা আয় করতে পারবে।

জানা গিয়েছে, ১ অক্টোবর থেকে ওই পাঁচটি ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে হাওড়া-গুয়াহাটি, শিয়ালদা-নয়া দিল্লি, হাওড়া-জামালপুর এবং মালদা থেকে নয়া দিল্লি পর্যন্ত দুটি স্পেশাল ট্রেন। লক ডাউনের কারণে এখনো স্বাভাবিক হয়নি রেল চলাচল। চালু হয়নি লোকাল ট্রেন। চলছে হাতে গোনা দূরপাল্লার ট্রেন। ফলে যাতায়াত এবং পন্য পরিবহনের ক্ষেত্রে এখন সড়ক পরিবহনই অন্যতম ভরসা। তাতে বাড়ছে খরচও।