এক নজরে

#StockMarket : এখনই নেই বুল রানের আশা

By admin

June 09, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

মে মাসের তথ্য অনুসারে ৩৩.৮৮ শতাংশ হরে প্রায় ৭১.৩০ মিলিয়ন টন বৃদ্ধি হয় ভারতের কয়লা উৎপাদন । আজ পজেটিভ ছিল কোল ইন্ডিয়া। লক্ষ হবে ২০৯ স্টপ লস ১৯৪ । ধরে রাখতে হবে মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা এবং উইপ্রো কে।

টানাতিন সেসন নিচের দিকে নামার পর আজ আবার ১৬৪৭৮.১০ এর ঘরে বন্ধ হয় নিফটি। ৪২৭.৭৯ পয়েন্টার বৃদ্ধি লক্ষ করা যায় বি এস ই সেনসেক্সে। গত তিন দিনের তুলনায় আজ সামান্য থিতিশীল অবস্থায় মার্কেট।

নিফটির প্রতিদিনের চার্টের বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নকে আজ ব্র্যাক ডাউন দিলেও দিনের শেষে সবুজ ক্যান্ডেল দিয়েই বন্ধ হয় বাজার সূচক। ১৬২৩০ এর কাছে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে সুচ নিফটি। তবে ১৬৪০০ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমর্থন জনের উপরে বন্ধ হলেও এখনই নেই বুল রানের সম্ভাবনা। বুল রানের ক্ষত্রে যেতে হবে ১৬ ,৫১৪ র উপরে তার পরেই ছুঁতে পারে ৫০ দিনের এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ কে যার অবস্থান ১৬৬৪৭।

লক্ষ রাখতে হবে সূচক টি কে ২০০-দিনের মুভিং এভারেজ ১৬ ,৭৫০ স্তরের কাছাকাছি স্থাপন করার পরীক্ষা করতে হবে, কিন্তু যদি সূচকটি বন্ধের ভিত্তিতে ১৬ ,২৪০ লঙ্ঘন করে তবে আবার ধস শুরু হবে বাজারে।

আজ বাজারকে উপরে যেতে সাহায্য করে বেসরকারী ব্যাঙ্ক, প্রযুক্তি, ফার্মা স্টক এবং হেভিওয়েট রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ইন্ডিয়া ভিক্সের রয়েছে ১৯.১৪ র ইতিবাচক অবস্থানেই। যদি এটি ১৮ মার্কের নিচে নেমে আসে তবে বাজারে আরও স্থিতিশীলতা থাকতে পারে।

অন্যদিকে ব্যাঙ্ক নিফটি ৩৪ ,৮০২ -এর ঘর শুরু করে এবং দিনের প্রথম দিকে ৩৪ ,৬৫৯ -তে দিনের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। যাইহোক, দ্বিতীয়ার্ধে এটি ৩৫ ,১৫০ স্তরের দিকে এগিয়ে যায় এবং বন্ধ হয় ৩৫০৮৫ তে ।