এক নজরে

west Bengal Weather Updates: মেঘ কাটলেও করোনা কাঁটা বর্ষবরণ উৎসবে

By admin

December 30, 2021

কলকাতা ব্যুরো: হাতে আর মাত্র একদিন। তারপরই শেষ হবে ২০২১। বছরের শেষদিন উৎসবের মেজাজে কাটাতে তৈরি হচ্ছে বঙ্গবাসী। রয়েছে হাজারো প্ল্যান। কিন্তু বর্ষশেষে চোখ রাঙাচ্ছে ওমিক্রন আতঙ্ক। উপরন্তু পিছু ছাড়ছেনা বৃষ্টিও। তবে কি জোড়া ফলায় ভেস্তে যেতে পারে এবছরের বর্ষশেষ এবং বর্ষবরণের উৎসব? বৃহস্পতিবার সকালে হাওয়া অফিসের বিবৃতি ঘিরে তেমন আশঙ্কাই প্রকট হচ্ছে। তবে বাংলার শীত নিয়েও সুখবরও শুনিয়েছে আবহাওয়া দপ্তর।

বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ। বৃষ্টিও হয়েছে কলকাতা-সহ বেশকিছু জেলায়। তবে কাল অর্থাৎ শুক্রবার থেকে কার্যত পরিষ্কার আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পরেই নামবে তাপমাত্রা। ৩-৫ ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ। তবে এখনই জাঁকিয়ে শীত নয় বরং নতুন বছরের শুরুতেই পরপর পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। ফলে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আটকে যাবে উত্তুরে হাওয়া।

বৃহস্পতিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। আজ দিনভর দক্ষিণবঙ্গের কলকাতা-সহ উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও এদিন বৃষ্টি ও তুষারপাতের ছবি সামনে এসেছে। পাশাপাশি প্রতিবেশী রাজ্য সিকিম ও ভুটানে বিগত কয়েকদিন ধরেই চলছে তুষারপাত। বৃহস্পতিবারও সেই ধারা অব্যহত রয়েছে।  

তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গে পরিস্থিতির উন্নতি হবে শনিবার থেকে।