এক নজরে

#weather_Update রবিবার ও রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

By admin

August 28, 2022

কলকাতা ব্যুরো: শনিবার দিনভর বৃষ্টি হয়েছে শহর কলকাতা জুড়ে। সন্ধেবেলা খানিক বিরতি মিললেও, রাতে ফের শুরু হয় বৃষ্টি। রবিবারও বৃষ্টির পূর্বাভাসের কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয়, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম বর্ধমানেও দু-এক ঘণ্টার মধ্যেই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস আছে।

রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। ইতিমধ্যেই শহরের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকলেও দিনভর বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

শনিবার প্রায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শুধু ঠনঠনিয়ায়। উত্তর ও মধ্য কলকাতার অনেক জায়গাতেই জল জমে যায়। তবে অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ায় শহর কলকাতার অনেকাংশই জলমগ্ন৷ জল দাঁড়িয়ে যায়, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, মানিকতলা, শিয়ালদহ, এমজি রোড সহ উত্তর মধ্য কলকাতার বেশ কিছু রাস্তার উপর।

হাওয়া অফিস জানাচ্ছে, রাজস্থান থেকে বাঁকুড়া হয়ে দিঘার ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়ে রয়েছে। এর ফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।