এক নজরে

#StockMarket : শেয়ার বাজার বুল বা বেয়ার দুই দলের টানাপোড়েন

By admin

September 06, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

দিনের শুরুতেই শক্তি দেখিয়ে প্রায় ১০০ পয়েন্ট উপরে ১৭৭৬৫ র গ্যাপ আপ দিয়েই শুরু করে নিফটি। পরে ঠিক ১০ টা বেজে ৩০ মিনিট নাগাদ বাজার নিজের আসল পরিস্থিতিতে আসে , বড়ো মারুবুসু ক্যান্ডেল তৈরী করে একে বাড়ে নিচে নেমে যায় ১৭৫৮৯ র কাছে। একই প্রতিচ্ছবি বি এস ই সেনসেক্স এ , সেই একই ভাবে ৩৩৬ পয়েন্ট উপরে উঠে দিনের শেষে পার্শবর্তী হয়ে সেনসেক্স ৫৯১৯৬ ও নিফটি আগামী দিনের চেয়ে মাত্র ১০ পয়েন্ট কমে ১৭৬৫৫।

সপ্তাহের দ্বিতীয় দিনে এসে বাজারের সূচক গুলির আজ কর্মক্ষমতা দেখেই স্পষ্ট যে বাজার বুল বা বেয়ার দুই দলের টানাপোড়নের মাঝে , বা এক কোথায় পার্শবর্তী। তবে নিফটির প্রতিদিনের চার্ট পর্যবেক্ষণ করলে বোঝা যাবে বুলদের ১৭ ,৭৭৭ স্তরে একত্রীকরণ পরিসরের উচ্চ প্রান্তের কাছাকাছি হওয়ায় ১৭ ,৭৬৪ স্তরের ইন্ট্রাডে উচ্চ থেকে বিক্রির চাপের সম্মুখীন হয়েছে । এর পরেই আবার সামান্য বুল দেড় দখলে যায় বাজার। দিনের দ্বিতীয়ার্ধে ১৭৬৮৪ র কাছে সমর্থন পেয়ে ১৭৭১৫ র প্রতিরোধ এলাকাই ঘোরাফেরা করে নিফটি ফিফটি। সুতরাং, শক্তি প্রত্যাশিত হবে না যদি না বুলরা সূচককে ১৭ ,৭৭৭ স্তরের বাইরে ঠেলে দিতে পরিচালনা করে। এই পরিস্থিতিতে, সমাবেশ ১৭ ,৯৯০ এর দিকে প্রসারিত হতে পারে।

এই ক্ষত্রে কোনো একচেটিয়া সেটআপ না করে কালকের ক্ষত্রে দীর্ঘ পজিশন না(লং পসিশন ) বিবেচনা করা যেতে পারে যদি নিফটি ১৭ ,৯০০ এর লক্ষ্য নিয়ে ৬০ মিনিটের বেশি সময় ধরে ১৭ ,৭৮০ এর উপরে টিকিয়ে রাখতে পারে ।

নির্বাচিত ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা, অটো, এফএমসিজি এবং আইটি স্টকগুলিতে বিক্রি সেন্টিমেন্টের উপর নির্ভর করে বাজারকে বিক্রির দিকে নিয়ে আসে। তবে কালকের রেশকে ধরে ৱেখে নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচক ০ .৬ শতাংশ এবং ০ .৩ শতাংশ বেড়েছে।

অস্থিরতা সূচক ইন্ডিয়া ভিক্স ০ .৭ শতাংশ কমে ১৯ .৫৩ স্তরে নেমেছে। ভিক্স ১৮ স্তরের নীচে নেমে যাওয়ার পরেই বাজারের স্থিতিশীলতা সম্ভবত। অপসন তথ্য ইঙ্গিত করে যে অবিলম্বে, উচ্চ অস্থিরতার কারণে নিফটি ১৭ ,৩০০ – ১৭ ,৮০০ রেঞ্জে র গতি থাকলেও রইবে পার্শবর্তী।

দুই সূচকেরই অনুকরণে ব্যাঙ্ক নিফটি ৩৯ ,৮৯৩ ঘরের ইতিবাচক শুরু হয়েছে এবং সারা দিন একটি জিগ-জ্যাগ পদ্ধতিতে চলেছে। শুরুতেই ৪০০৭০ ঘরে গিয়ে তারপর ক্যান্ডেলের লম্বা ছায়া আবার ফিরিয়ে ানে ৩৯৯৮০ র ঘরে। এর পরেই ১৩৯ পয়েন্ট নিচে এসে বন্ধ হয় ৩৯৬৬৬.৩০ র ঘরে।

সূচকটি দৈনিক স্কেলে একটি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছিল কিন্তু পঞ্চম সেশনের জন্য উচ্চ নিম্ন স্তর তৈরি করে। এর পরেই ৫ মিনিটের সময় সীমায় তৈরী হয় বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন , অর্থাৎ শুরুতে সামান্য নিচে এসে ৩৯ ,৭৫০ এবং ৪০ ,০০০ এর দিকে অগ্রসর হতে এটিকে ৩৯,৫০০ এর উপরে ধরে রাখতে হবে , যেখানে সমর্থনগুলি ৩৯ ,২৫০ এবং ৩৯ ,০০০ স্তরে রয়েছে।