আবহাওয়া

আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে

By admin

March 04, 2021

কলকাতা ব্যুরো : আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। বিগত কয়েকদিনে ব্যাপকভাবে বেড়েছে গরম। সঙ্গী হয়েছে ঘামও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

বুধবার শহর জুড়ে আংশিক মেঘলা আকাশ। গত কয়েকদিন ধরেই আদ্রতা ও তাপমাত্রার বৃদ্ধিতে হাঁসফাস অবস্থা কলকাতাবাসীর। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে।

বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ। মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রী। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।  তবে কলকাতার বুকে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের কিছু জেলা বলেই খবর। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা। ফলে আগামী দু-তিন দিনে তাপমাত্রা সামান্য কমবে। তবে জানা গেছে, স্বাভাবিকের উপরেই থাকবে পারদ।