এক নজরে

সুফিয়ানের গ্রেপ্তারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের স্বস্তি তৃণমূল শিবিরে

By admin

March 27, 2021

কলকাতা ব্যুরো: কলকাতা হাইকোর্ট তার আবেদনের এখনো শুনানি করেনি। কিন্তু প্রথম দফা নির্বাচনের ২৪ ঘণ্টা আগে সুপ্রিম কোর্ট স্বস্তি দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১ এপ্রিল নন্দীগ্রাম বিধানসভার ভোট। সেখানে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের আবেদন শুনানি করে শুক্রবার সুপ্রিম কোর্ট দুই সপ্তাহের জন্য তার গ্রেপ্তারিতে নিষেধাজ্ঞা জারি করল। ফলে এ যাত্রায় অনেকটাই স্বস্তিতে শেখ সুফিয়ান সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনের সময়ের ছ টি মামলার প্রত্যাহার করেছিল রাজ্য সরকার। গত বছর ফেব্রুয়ারি ও জুন মাসে নিম্ন আদালত রাজ্যের এই আবেদন মেনে ওই মামলাগুলি প্রত্যাহারে অনুমতি দেয়। ওই ছটি মামলাতেই অভিযুক্ত ছিলেন বর্তমান তৃণমূল নেতা শেখ সুফিয়ানসহ বেশ কয়েকজন।এবছর ফেব্রুয়ারি মাসে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এক বিজেপি নেতা। কিভাবে খুনের অভিযোগে মামলা রাজ্য সরকার প্রত্যাহার করে তা নিয়ে প্রশ্ন তোলেন ওই মামলায়। ৫ মার্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই মামলাগুলি প্রত্যাহারের রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। ফলের মামলাগুলি ফের চালু হয়ে যায়। এরইমধ্যে নিম্ন আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেন শেখ সুফিয়ান। কিন্তু নিম্ন আদালত আবেদন খারিজ করে। এর পরেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি। এখনো সেই মামলার শুনানি হয়নি

এরই মধ্যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মামলা প্রত্যাহারের বিজ্ঞপ্তি খারিজের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুন মামলা করেন শেখ সুফিয়ানসহ অন্যরা। শুক্রবার সেই মামলাতেই বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আপাতত অভিযুক্ত ওই নেতাকে দুই সপ্তাহের জন্য গ্রেপ্তারি তে নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে হাইকোর্টের ওই নির্দেশেও সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। ফলে প্রথম দফার ভোটের আগেই তৃণমূল শিবির সামরিক স্বস্তির হাওয়া।