এক নজরে

#StockMarkets : সামান্য নীচে নিফটি উপরেই বন্ধ হয় সেন্সেক্স

By admin

April 05, 2022

শেয়ার বাজারকে অতিরিক্ত আয়ের উৎস করতে যোগাযোগমৈনাক শর্মা 8759689108 (call and WhatsApp)

একদিনে ৪৩৫ পয়েন্ট বাড়ে বি এস ই sensex। অন্যদিকে লভ্যাংশ নেওয়ার প্রবণতায় ৯৬ পয়েন্ট কমে NIFTY । আজ ৬০,১৭৬ এর ঘর ছুঁয়ে যায় sensex।

তবে কাল ১৮০০০ এর ঘর থেকে নেমে সামান্য পার্শ্ববতী এলাকায় ১৭৯৫৭ র বন্ধ হয় Nifty। তবে আজ নিজের ২০০ দিনের এক্সপনানয়াল মুভিং এভারেজ র উপরেই ছিলো সূচক। ১৮১৫০ এ রয়েছে প্রতিরোধ জোন, যায় বিপক্ষে সাপোর্ট জোন রয়েছে ১৭৮০০। বর্তমানে এই দুই জোনের পার্শ্ববতী এলাকায় ঘুরছে সূচক। এই এলাকাকে পেরোতে পারলে যেতে পারে ১৭,৩৫০ পরবর্তী রেসিসটেন্স লেভেল।

NIFTY অটো মোবাইল থেকে FMCG প্রায় সমস্ত বিভাগে লাভ থাকলেও ফিনান্সিয়াল সার্ভিস যেমন সদ্য জোড়া লাগানো HDFC Bank , বাজাজ ফাইন্যান্স, Reliance, Kotak Mahindra Bank স্টক গুলো শেষ করে লাল দিয়েই। আজ বাড়ে আদানি পার্টস, NTPC, TATA motors, Tata consumer, Tata Power, power grid corporation। প্রায় ১৫০ স্টক যেমন বেদান্ত, sun Pharma, পাওয়ার গ্রিড তার এক বছরের সর্বোচ্ দামের উচ্চতা তে পৌঁছায়।

কিন্তু আজ বাজারের দুই সূচক সাবলীল থাকলেও প্রায় ১ শতাংশ নীচে নেমে আসে Nifty Bank। শুরুর দিকে ইতিবাকভাবেই এগোতে লাগলেও আগের দিনের সর্বোচ্চ ৩৮,৭৬৫ অতিক্রম করতে পারেনি ব্যাংক নিফটি। ৫৬৭ পয়েন্ট নীচে নেমে ৩৮,০৬৪ র ঘরে বন্ধ হয় ব্যাংক সূচক। কাল যদি ৩৮০০০ কে ধরে রাখতে পারে তবে উপরে উঠলে যেতে পারে ৩৮,৫০০ থেকে ৩৮,৭৫০ এর ঘরে। সাপোর্ট জোন ৩৭,৭৭৭ থেকে ৩৭,৫০০ র মধ্যে রয়েছে।

আগামীকাল ইতিবাচক সাড়া দিতে পারে tata power, DLF, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, মারিকো, KPIT tec।