এক নজরে

#StockMarket : দুই বছরের ব্যবধানে পিছিয়ে যেতে পারে শেয়ার বাজার

By admin

June 17, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

মার্কিন ফেডারেল ব্যাংকের দর ৭৫ বেসিস পয়েন্ট বেড়ে যাওয়ার ঘোষণার সাথেই ধস নামে ভারতীয় শেয়ার বাজারে। দুই বাজার সূচক তাদের ৫২ সপ্তাহের বা এক বছরের সর্বনিম্ন দরে পৌঁছায় আজ। আগের দিনে ৩৩১.৫৫ পয়েন্ট কমে ১৫৩৬০.৬০ র ঘরে আসে নিফটি , তবে আজও ৬৭.১০ পয়েন্ট কমে কালকের থেকেও নিচে নেমে ১৫২৯৩ র ঘরে বন্ধ হয় সূচক নিফটি। অন্যদিকে ১৩৫.৩৭ পয়েন্ট কম হয়ে ৫১৩৬০ র ঘরে পৌঁছায় বি এস ই সেনসেক্স।

গত পাঁচ দিনের বাণিজ্য সেশানে প্রায় ১৬ ট্রিলিয়ন ডলার বা ১৫.৭৪ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় বিনিয়োগকারী রা । এই টানা পাঁচ দিনে বিএসইর মোট বাজার মূলধন বৃহস্পতিবার ২৩৯ .২ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে, যা ৯ জুন ২৫৪ .৯৫ লক্ষ কোটি টাকা থেকে কমেছে ৷ প্রকৃতপক্ষে, ২৩ আগস্ট, ২০২১ থেকে প্রথমবারের মতো বাজার মূলধন ২৪০ লাখ কোটি টাকার নিচে নেমে এসেছে। এই অবস্থার প্রধান কারণ বিদেশি বিনিয়োগ সংস্থা গুলির ভারী মাত্রায় বিক্রি। এই মাসেই প্রায় ৩১ ,০০০ টাকার শেয়ার বিক্রি করে এফ আই আই যা অক্টোবর ২০২১ এর থেকে মোট বিক্রি ৩ .৫৭ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছ।

আজ নিফটির প্রতিদিনের চার্টে ক্যান্ডেলে তৈরী হয় ডোজি যা বাজার ঘুরে দাঁড়াবার সংকেত আবার সাপ্তাহিক চার্টে তৈরী হয়েছে বিয়ারিশ ক্যান্ডেল , কিন্তু আপাত দৃষ্টি তে নিফটি ১৫ ,৩৬০ স্তরের উপরে পুনরুদ্ধার না করলে এবং টিকে না থাকলে, এই বাজারের গতিপথ নেতিবাচক ও পার্শবর্তী এলাকায় থাকবে। আবার এর নিচে ১৫১৮৩ নেমে এলে যেতে পারে ১৪৯০০। মানে দই বছরের ব্যবধানে পিছিয়ে যেতে পারে শেয়ার বাজার। কারণ আগামী দিনেও মূল্য বৃদ্ধির সাথেই বাড়তে পারে ফেড ও আর বি আইয়ের রেপো দর।

অস্থিরতার সূচক ইন্ডিয়া ভিক্স আজ কমে ০.৪৯ শতাংশ। শেষ দিনের বাজারে ২২.৭৫ পয়েন্ট এ দাঁড়িয়ে। তাই, পরবর্তী অধিবেশনটি তে আস্তে পারে পুল আপ , তবে ট্রেডিংয়ের জন্য আর একটু বাজারকে স্তিতিশীলের জন্য অপেক্ষা করতে হবে বিনিয়োগকারীদের।

ব্যাঙ্ক নিফটি নেতিবাচক ভাবেই শুরু করে এবং সেশনের প্রথমার্ধে চাপের মধ্যে থাকলেও পরবর্তী অংশে পুনরুদ্ধার হয়। ৩২ ,৯০০ জোন থেকে করেছে প্রায় ১২৫ পয়েন্টের লাভের সাথে বন্ধ হয়েছে আজ।

তবে এই অস্থিরতার মধ্যে স্বল্প বিনিয়োগ আপাতত এড়িয়ে চোলাই শ্রেয়। তবে লম্বা বিনিয়োগের জন্য এটাই সেরা সুযোগ।