শেয়ার বাজার

#StockMarket : রেপো রেট বৃদ্ধিতে নিচের দিকে শেয়ার বাজার

By admin

May 25, 2022

Mainak Sharma (portfolio manager , Anand Rathi Share And Stock Brokers Limited) Contact 8759689108

আর বি আইয়ের (RBI)বাড়তে থাকা রেপো রেট ও বিশ্ববাজারে বাড়তে থাকা দাম আবারো নিচের দিকে নিয়ে গেল বাজার সূচক গুলিকে। সম্প্রতি ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়াবার ঘোষণা করে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া , ফলে ৪.৪ শতাংশ রেপো রেট বেড়ে যায় একলাফে। যার ফলে ইতিবাচক দিনের শুরু হলেও ৩০৩ .৩৫ পয়েন্ট কমে বি এস ই সেনসেক্স দাঁড়ায় ৫৩ ,৭৪৯ .২৬ এর ঘরে। অন্যদিকে ৯৯ .৪০ পয়েন্ট কমে ১৬ ,০২৫ .৮০ র ঘরে দাঁড়ায় নিফটি।

ইতিবাচক শুরুর পরে দ্বিতীয়ার্ধে সমস্ত লাভ তুলে নিতে দিনের নিম্ন স্তরের কাছাকাছি পৌঁছায় দুই বাজার সূচক। এশিয়ান পেইন্টস, আদানি পোর্টস, ডিভি’স ল্যাবস, ইউপিএল এবং টিসিএস শীর্ষস্থানীয় নিফটি স্টক গুলি ক্ষতিগ্রস্থদের মধ্যে ছিল, যেখানে এনটিপিসি, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এইচডিএফসি এবং ভারতী এয়ারটেল আজ উপরেই বন্ধ হয়। সেক্টর হিসাবে দেখতে গালে আইটি ও ফার্মা সূচক ১-৩ শতাংশ কমেছ।

লাল প্যাথ , JSW স্টিল , ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র , লুপিন , গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস , Divi’s ল্যাবরেটরিস , Crompton Greaves Consumer Electricals ও গোদরেজ ইন্ডাস্ট্রিস আজ তাদের গত এক বছরের সর্ব নিম্ন দামে বাসা করে।

নিফটি তার প্রতিদিনের সোনায় তালিকায় বিয়ারিশ ক্যান্ডেল তৈরী করে ফলে মাসিক মেয়াদ শেষ হওয়ার দিনে অস্থিরতা বৃদ্ধির আশা করা যেতে পারে ,যা শর্ট টার্ম বিনিয়োগকারীদের জন্য সুলভ হবে না। সমস্ত প্রধান সূচক যেমন সূচক যেমন এম এ সিডি আর এস এই ১৬ ,৩০০ এর উপরে, সেক্ষত্রে নিফটির ১৫ ,৮০০ -কাছে সমর্থন রয়েছে, অন্যদিকে, ১৬ ,৩০০ মাসিক মেয়াদ শেষ হওয়ার দিনের প্রতিরোধ হিসাবে কাজ করতে পারে

তবে আনুমানিক আরো বাড়তে পারে আর বি আইয়ের রেপোর দর সেক্ষত্রে বেশ কয়েকদিন নিচেই থাকবে বাজার সূচক।