এক নজরে

#StockMarket : ২০২২ সালের সর্বনিম্ন দরে নামলো শেয়ার বাজার

By admin

June 13, 2022

Mainak sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

একদিনে ৪২৭.৪০ পয়েন্ট কম হয় নিফটি। অন্যদিকে ১৪৫৬.৭৪ পয়েন্ট কমে যায় সেনসেক্স। প্রায় সব সমর্থন জোন ঝাঁপিয়ে নিফটি এখন ১৫৭৭৪.৪০ র ঘরে, বি এস ই সেনসেক্স ৫২৮৪৬.৭০ । যার প্রধান কারণ ফেডারেল রিজার্ভ মার্কিন মুদ্রাস্ফীতি ৪০ বছরের উচ্চতায় ৫০ bps-এর বেশি হার বৃদ্ধির জন্য যেতে পারে।

দিনের শুরুতেই ১৫৮৬৪ র গ্যাপ ডাউন দিয়ে শুরু করে নিফটি। তারপরই দিনে সর্বনিম্ন যায় ১৫ ,৬৮৪ র ঘর পর্যন্ত। বাজারের দ্বিতীয়ার্ধে সামান্য উপরে উঠে বন্ধ হয় ১৫৭৭৪.৪০ র ঘরেই। এর আগেও নিফটি প্রায় ৮ ই মার্চ ১৫ ,৬৭১ স্তরের সর্বনিম্ন থেকেই ১৫ ,৬৮৪ স্তরের ইন্ট্রাডে বাউন্স করেছিল। সেক্ষত্রে পরবর্তী সাপোর্ট ১৫৬৭। ১৫ ,৬৭১ কে লঙ্ঘন করলে সূচকটিকে ১৫ ,৩০০ এ টেনে আনতে পারে, যেখানে কিছু সমর্থন পাওয়া যাবে।

নিফটি ব্যাঙ্ক, আইটি, আর্থিক পরিষেবা, ধাতু এবং রিয়েলটি সূচকগুলি ৩ -৪ শতাংশ পতনের সাথে সমস্ত সেক্টর লাল রঙে শেষ হয়েছে। প্রায় ১০৮ টি স্টক তার ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে পৌঁছায় আজ। এক লাফে ১৪.২৫ শতাংশ বেড়ে যায় ২২.৩৭ পয়েন্ট এ পৌঁছায় ইন্ডিয়া ভিক্স।

১০৭৭.৯৫ আসে ব্যাঙ্ক নিফটি । দিনের শুরু করে ৩৩ ,৭২৯ -এ এবং পরে ৩৩ ,২০০ -এ নেমে আসে । দিনের শেষ ৩৩ ,৪০৬ বন্ধ হয় ব্যাঙ্কিং সূচক। আগামীকাল ৩৩৭৫০ এর নিচে নামলে যেতে পারে ৩৩ ,০০০ এবং ৩২ ,৫০০।

স্টক ফ্রন্টে, ম্যারিকো, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, বাজাজ অটো, সিমেন্স এবং হিরো মোটোকর্পে ইতিবাচক সেটআপ দেখা গেছে। প্রথম অর্ধে সিপলা ইতিবাচক থাকলেও পরে ধরে রাখতে পারেনি বুল রান কে।

ওয়াচ লিস্টে আপাতত থাকছেনা কোনো স্টক। তবে লম্বা বিনিয়োগের জন্য এখনই ভালো সময়।