এক নজরে

#ShareMarket : দের মাসের পর সর্বোচ্চ উপড়ে বাজার

By admin

March 31, 2022

শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে যোগাযোগমৈনাক শর্মা 8759689108 (call and WhatsApp)

দীর্ঘ মেয়াদী ক্ষতির পর আজ প্রায় দের মাসের সর্বোচ্চ উপড়ে উঠে শেয়ার বাজারের দুই সূচক। বি এস ই sensex বাড়ে ৭০০ পয়েন্ট (৫৮,৬৮৪) ও Nifty বাড়ে ১৭০ পয়েন্ট (১৭,৫০০)। NIFTY মেডক্যাপ বাড়ে ০.৮৫ শতাংশ ও স্মল ক্যাপ বাড়ে ০.৯৭ শতাংশ।

আজ বাজার খোলে ১৭,৫১৯ এ। আবার সাপোর্ট জোন রয়েছে ১৭০০০ এর ঘরে। ইন্ডিয়া ভিক্স এ অস্থিরতার মাত্রা ২০.৫৬। অন্যদিকে ১৭৯০০ থেকে ১৮০০০ জোন খুব গুরুত্বপূর্ণ। তবে ১৭৩৮৭ নিচের দিকে নামলে বুল রানের আশা নষ্ট হয়ে যাবে।

আজ কেনার প্রবণতার লক্ষ্য করা যায় ইলেকট্রিক গাড়ির র প্রথম সারির স্টক হিমাদ্রী কেমিক্যাল যা বাড়ে ৩.৫ শতাংশ ৭৩ টাকা। এছাড়াও বাড়ে আদানি এন্টারপ্রাইজ চার শতাংশ, রেমন্ড ১১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৩৮ , centrum ক্যাপিটাল ২০ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৬.৮৫ ও ৬ শতাংশ বেড়ে লক্ষ্মী সিমেন্ট ৪৭১।ইতিবাচক সাড়া পাওয়া যায় বাজাজ ফাইন্যান্স এও।

NIFTY bank আজ শুরু করে ৩৬৪৫৭ র জোন থেকে। যার ফলে দৈনন্দিন চার্টে বুলিশ ক্যান্ডেল দেখা যায়। Nifty ব্যাংকের বর্তমান সাপোর্ট জোন ৩৬০০০ থেকে ৩৫৭৫০। যদি সপ্তাহে র শেষ দিনে ৩৬২৫০ এর ঘরে থাকতে পারে তবেই যাবে ৩৬৬০০ থেকে ৩৬৭৫০ র ঘরে।

কাল ওয়াচ লিস্টে রাখতে হবে Praj Industries কে। বর্তমান বাজামূল্য ৪০১। স্টপ লস হবে ৩৭৭ ।