এক নজরে

#StockMarket : রিট্রেসমেন্ট হলেও বুল রানের অনুকূলে Share Market

By admin

August 24, 2022

Mainak Sharma(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)Contact 8759689108

সপ্তাহের শুরুর দিনে লাভ তোলার পর আজ প্রচুর পরিমানে বিদেশী বিনিয়োগে র ফলে আবার চাঙ্গা শেয়ার বাজার। নিফটি ২৭.৫০ পয়েন্ট বা ০.১৬ শতাংশের উর্ধ গতি লাগিয়ে বন্ধ হয় ১৭৬০৪.৯৫। একই ভাবে এগোয় বি এস ই সেনসেক্স খুব বেশি না হলেও ৫৪.১৩ পয়েন্টের গতিতেই বেড়ে ৫৯০৮৫ তে আজ বন্ধ হয় সেনসেক্স।

প্রথম দিকে ৬০ পয়েন্টের নিচেই ছিল নিফটি এসজিএক্স , যা ভারতীয় বাজার খোলার পরেও একই রকম ছিল। পরে ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা, ধাতু, এবং নির্বাচিত FMCG স্টকগুলি বাজারকে আবার নিজেকে উপরে তুলতে সমর্থন করে। নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচকগুলিও বেড়েছে, ০ .৭ শতাংশ এবং ০ .৮ শতাংশ বেড়েছে। নিফটি অটো ও নিফটি ফার্মা এছাড়া প্রতিটি সেক্টর ই বন্ধ হয় সবুজে। আগের থেকে কম হয়ে অস্থিরতাও বাজারকে সমর্থন করেছে। ইন্ডিয়া ভিআইএক্স, যা বাজারে প্রত্যাশিত অস্থিরতা পরিমাপ করে, ৩ .২৫ শতাংশ কমে ১৮ .৪৩ স্তরে ছিল। অর্থাৎ রিট্রেসমেন্ট হলেও এখনো রয়েছে বুল রান।

নিফটির প্রতিদিনের চারটে কালকের মতন আজ বুলিশ ক্যান্ডেল দিয়েই বন্ধ হয়। এর পর বাজার যদি ১৭৪৯৯ র এলাকা যা আজ সর্ব নিম্ন দর ছিল তাকে ধরে রাখতে পারলে এগোতে পারে ১৭৬৯০ – ১৭৭১০। আবার এই রেঞ্জ কে ধরতে না পারলে যেতে পারে ২০ দিনের গড় রেখার দিকে যা রয়েছে ১৭৪৩০ র কাছে। তার পরেই নিজের বুল গতিকে কমিয়ে যেতে পারে ১৭৭০০ ও ১৭৪০০ র পার্শবর্তী এলাকাতে।

ব্যাঙ্ক নিফটিও আজ নিচের দিকেই শুরু হয় ৩৮৫৫৩ র কাছে। তার পরে সমান সমর্থন নিয়ে ৩৮৯৬৫৪ র এলাকা থেকে পুল ব্যাক হয়ে বন্ধ হয় ৩৯০৩৮ র ঘরে।

ওয়াচ লিস্টে থাকবে এফ সি এল ( ফিনোটিক্স কেমিক্যাল ) বাজার দর ২৬৫ লক্ষ হবে ২৭৫ দ্বিতীয় লক্ষ হবে ২৮৪ – ২৯০ সময় সীমা এক মাস। আজ ২৭২ মানে প্রথম লক্ষের সামান্য কাছে গেলেও আবার ফায়ার আসে শুরুর দরেই।