এক নজরে

ফের অনেকটাই কমলো বাণিজ্যিক গ্যাসের দাম

By admin

September 01, 2022

কলকাতা ব্যুরো: আরও খানিকটা কমলো জ্বালানি জ্বালা। দেশের চার মহানগরে বাণিজ্যিক এলপিজি’র দামও আরও খানিকটা কমিয়ে দিল তেল সংস্থাগুলি। সেপ্টেম্বরের শুরুতে একধাক্কায় ৯১.৫০-১০০ টাকা কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। তবে সবচেয়ে বেশি দাম কমল কলকাতাতেই। বৃহস্পতিবার থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমছে ১০০ টাকা। কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২০৯৫.৫০ টাকা। ১০০ টাকা কমে এখন তা হল ১৯৯৫.৫০ টাকা অর্থাৎ দু’হাজারের নিচে নেমে এল।

দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৯১ টাকা ৫০ পয়সা। রাজধানীতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৮৮৫ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৯২ টাকা ৫০ পয়সা। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। তবে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৬ টাকা কমে ২ হাজার ৪৫ টাকা হয়েছে।

মে মাস থেকে শুরু করে এই নিয়ে টানা পাঁচমাস বাণিজ্যিক গ্যাসের দাম কমাল তেল সংস্থাগুলি। পরপর পাঁচ’মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন। পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও।

যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম এমাসে কমানো হয়নি। ফলে গৃহস্থর হেঁসেলে এখনই কোনও স্বস্তির খবর নেই।এর আগে মে মাসের শেষের দিকে একধাক্কায় পেট্রল-ডিজেলের দামও অনেকটা কমায় কেন্দ্র। পেট্রলে বড় হারে শুল্ক কমায় লিটার প্রতি দাম কমে সাড়ে আট টাকা। একইভাবে ডিজেলের দামও লিটার প্রতি কমে ৭ টাকা।