এক নজরে

#ShareMakets : আগামী দুই দিন বন্ধ বাজার, লাভ তুলতে নীচে সূচক

By admin

April 14, 2022

শেয়ার বাজার থেকে নিয়মিত আয় করতে যোগাযোগমৈনাক শর্মা (8759689108 call and WhatsApp)

লাভ তুলতে আজও বিক্রির প্রবণতা বাড়ে ভারতীয় শেয়ার বাজারের দুই সূচকে। ২৩৭ পয়েন্ট কমে ৫৮,৩৩৮ এর ঘরে দাড়ায় বি এস ই sensex , প্রত্যাশিত পার্শ্ববতী এলাকায় থাকায় মাত্র ৫৪.৬০ পয়েন্ট কমে ১৭,৪৭৫ এর ঘরে দাড়ায় Nifty। তবে সপ্তাহের ছুটির দিনে ১.৮ sensex ও ১.৭ শতাংশ কমে যায় nifty। আগামী দুই দিন ১৪ ও ১৫ তারিখ মহাবীর জয়ন্তী ও আম্বেদকর জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে শেয়ার বাজার।

মারুতি সুজুকি, HDFC ও HDFC Bank, টাটা মোটরস ও ডক্টর রেড্ডি ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে ONGC, অ্যাপোলো হাসপাতাল, আই টি সি, sun Pharma বাড়ে কেনার প্রবণতা।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী ভারতের খুচরো মুদ্রাস্ফীতি গত ১৭ মাসের একধাপে বাড়ে ৬.৯৫ শতাংশ। শিল্প বৃদ্ধি (আইআইপি) ১.৭ শতাংশ।

Jsw Steel, NIIT আজ এক বছরের সর্বোচ্চ দামে যায়। এখনও ইতিবাচক সাড়া রয়েছে বি ই এল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা আই সি আই এলে।

১৭,৬০০ র সর্বোচ্চ দামে দিনের শুরু করে Nifty। পরে তা টপকে ১৭৬৬৪ র ঘরকে ছুঁয়ে নীচে যায় ১৭,৪৫৭ র ঘরে, অবশেষে পৌঁছায় ১৭,৪৭৬ র ঘরে। পরবর্তী সাপোর্ট জোন ১৭,৪৫০, আবার ইন্ডিয়া ভিক্স এ কম্পাঙ্কের মাত্রা ২ শতাংশ কমে ১৭.৭৯ র ঘরে পৌঁছায়। মানে এই যে পার্শ্ববতী হলেও খুব জলদি আসতে পারে বাউন্স ব্যাক। আবার সাপোর্ট জোন এর নিচে এলে যেতে পারে ১৭,১৫০ র দিকেও।

Nifty Bank শুরু করে ৩৭৮৮৭ দিয়ে , পড়ে যায় ৩৭,৯৮৯ র ঘরে। দুফুরের দিকে এই লাভ তুলতে Nifty Bank যায় ৩৭,৪৬৩ র ঘরে।