এক নজরে

জাকিয়ে শীতে বর্ষবরণে মাতলো শহর

By admin

January 01, 2021

কলকাতা ব্যুরো: বর্ষবরণের প্রথম দিনেই রাতে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। ফলে কলকাতা সহ গোটা রাজ্যে জাঁকিয়ে শীত উৎসবে মা তবে বর্ষবরণের দিনে। যদিও অতীতের দীর্ঘ রেকর্ড ভেঙে দিয়ে ২০২১ এর প্রথম দিনেই দিল্লি ১° তাপমাত্রায় নেমে এসেছে। শীতে জবু থাবু রাজধানী এখন নতুন বছরের উৎসবের ওম নিচ্ছে।কলকাতায় অবশ্য এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে পারদ আরও নামবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। তবে এই পারদ পতন খুবই ক্ষণস্থায়ী। রবিবার থেকে আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।

শীত বাড়ুক বা কমুক, বছর শেষ আর বর্ষবরণে রাজ্যের সব প্রান্তেই হোটেল, রিসর্ট কিন্তু ভিড়ে ঠাসা। রাস্তায় তুলনামূলকভাবে ভিড় কম হলেও, পর্যটন কেন্দ্র গুলি আগেভাগেই বুকিং করে ফেলেছিলেন যারা, তারা পৌঁছে গিয়েছেন নির্দিষ্ট সময়েই। বেশিরভাগই গণপরিবহনে ভরসা না রেখে নিজেরাই গাড়ি হাঁকিয়ে চলে গিয়েছেন দার্জিলিং থেকে দীঘা। পুরী থেকে মন্দারমনিতে। পর্যটন কেন্দ্র গুলির হোটেল মালিকদের বক্তব্য, অন্যান্য বারের মত না হলেও, কোন হোটেলে ঘর খালি নেই। ফলে আগে থেকে যারা বুকিং না করে ভেবেছিলেন, শেষ মুহূর্তে পৌঁছে যাবেন কোন পর্যটন কেন্দ্রে, তাদের এবার হতাশ হতে হচ্ছে।নতুন বছরের প্রথম দিনে অবশ্য কলকাতার ও আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় ছিল যথেষ্টই। নিকো পার্ক, ইকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়ার সঙ্গেই গঙ্গার বা অন্য নদীর ধারে পিকনিকের গাড়িও ছিল। তবে যা অন্যবারের তুলনায় খুব কম। যদিও করোনা আবহে ভয় নিয়েও সর্বত্রই চোখে পড়ার মতো ভিড় নজরে পড়েছে।