Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108
আজ রাতে জানা যাবে ফেড নীতি তাই বেশি ঝুঁকি না নিয়ে আজ বাজার ছিল পার্শবর্তী এলাকাতে। শুরুতে ১৭৭৬৯ র দিকে সমর্থন নিয়ে দিনের শুরু করে নিফটি পরে সারা দিনে একবার ১৭৮৩৩ র দিকে এলে আবার নিচে নেমে আসে সূচক। এর পরেই চলে আসে পার্শবর্তী এলাকাতে। দিনের একবার ১৭৬৭৯ র কাছে এসে আবার ১৭৭৬০ দিকে গেলেও দিনের শেষ করে ১৭৭১৮ র ঘরেই।
এফএমসিজি ব্যতীত সমস্ত সেক্টরাল সূচকগুলি লাল রঙে বন্ধ হয়েছে, মেটাল এবং ফার্মা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিস্তৃত বাজারগুলিও বিক্রির চাপ দেখেছে । নিফটি মিডক্যাপ ১০০ সূচক এক শতাংশের সাত-দশমাংশ এবং স্মলক্যাপ ১০০ সূচক ১ শতাংশ কমেছে। আজ ৪৬১ কোটির শেয়ার বিক্রি করে বিদেশী বিনিয়োগ সংস্থা গুলি। বাজারে ৫৩৮ কোটির নগদ শেয়ার কোন বাজারকে নিচে নেমে আশা থেকে রাখা করে ঘরেলু সংস্থা গুলি।
নিফটির গতিকে দেখলে বোঝা যাবে আর এস আই বা ব্র্যাক আউট সূচক রয়েছে দৈনিক চার্টে একটি বিয়ারিশ ক্রস ওভার যা পতনশীল গতির ইঙ্গিত দেয়। কাল যদি গ্যাপ ডাউন যায় তবে আবার আস্তে পারে ১৭ ,৫০০ -১৭ ,৩৫০ র দিকে যেখানে উচ্চ প্রান্তে, প্রতিরোধ ১৭ ,৮৫০ -১৭ ,৯০০ এ দৃশ্যমান।
নিফটি কে অনুসরণ করেই আজ নিচের দিক দিয়েই দিনের শুরু করে নিফটি ব্যাঙ্ক। ৪১ ,২৮৩ দিয়ে দিনের শুরু এর পর পার্শ্বর্তীতেই চলে যাই সূচক নিফটি ব্যাঙ্ক। দিনের শেষে নেতিবাচক ভাবেই ৪১২০৩ র ঘরেই নিজেকে বন্ধ করে নিফটি ব্যাঙ্ক।
কালকের জন্যে আপাতত থাকছে না কোনো পরিকল্পনা, কারণ আজকের ফেড নীতির প্রভাব থাকবে বাজারে এছাড়াও কালকেই রয়েছে অপশনের শেষ দিন , অর্থাৎ আনুমানিক ৭৫ বেসিস পয়েন্টের সুদের হার বাড়ালে তেমন প্রভাব পড়বেনা বাজারে , তবে ১০০ বেসিস পয়েন্ট হলে গ্যাপ ডাউনে যেতে পারে বাজার সূচক গুলি।