শারদীয়া'২০

ঠাকুর পুকুর এসবি পার্কের পুজোর উদ্ভোধনেই চমক

By admin

September 26, 2020

কলকাতা ব্যুরো : উচ্চতা সাকুল্যে সাড়ে চার ফুট। পরনে লাল পাড় সাদা শাড়ি। নাম, মারিয়া। সুবর্ণজয়ন্তী বর্ষে এসবি পার্ক ঠাকুরপুকুর এর দুর্গোৎসব সমিতির পুজোর উদ্বোধন করবে সেই। এদিন সাড়ে চার ফুট উচ্চতার একটি রোবট মারিয়া উদ্বোধন করা হয়। এই রোবটই দুর্গা পুজোয় দর্শনার্থীদের হাতে স্যানিটাইজার আর মাস্ক তুলে দেবে বলে জানানো হয় ক্লাবের তরফ থেকে। এই রোবট দিয়েই এবার উদ্বোধন করানো হবে ক্লাবের দুর্গোৎসব।

এবারে এই দুর্গাপূজার থিম ‘জীবন যুদ্ধে বিগ্রহ’ । উঠে এসেছে দীপা নামে এক শিক্ষার্থীর নাম। জানা গেছে, মাধ্যমিকে অনেক নম্বর পাওয়া সত্ত্বেও দীপা পড়াশুনা করতে পারছিলেন না। বাবার চাকরি চলে যাবার কারণেই। এই দুর্গোৎসব কমিটি থেকে তাকে এবার তার সমস্ত পড়াশুনা করার ব্যবস্থা করা হচ্ছে। দীপার ইচ্ছা ডাক্তার হবার। দুর্গোৎসব কমিটি তার ইচ্ছা যাতে পূরণ হয় সে জন্য সব ব্যবস্থা করবে ভবিষ্যতে।

এবার এই কমিটির থিমের আর একটা দিকও আছে। সেটা হলো সমস্ত খারাপ থেকে ফিনিক্স পাখি যেমন ভালো দিকে নিয়ে যায় সেই রকম এই পুজোও প্রার্থনা করবে জগতের সব দুর্গতি নাশ করে আবার মা আমাদের ভালোর দিকে নিয়ে যাবেন। জানা গেছে, দেবশঙ্কর হালদার এই পুজোর ভাষ্য পাঠ তৈরি করেছেন। সে পাঠ শোনা যাবে পুজোতে। তবে সব পুজোর মতই এবারে বাজেট কম। আগের বারের ৮০ লাখের বাজেট এবার ৪০ লাখে এসে দাঁড়িয়েছে।