এক নজরে

লক্ষ্য পঞ্চায়েত ভোট

By admin

August 29, 2022

কলকাতা ব্যুরো: বীরভূমে এবার রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ সূত্রে খবর, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বীরভূম যাচ্ছেন তিনি। সেখানে গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলিকে নিয়ে বড় সভা করার কথা। তার আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বীরভূমের খয়রাশোলে জেলা তৃণমূল নেতৃত্বের বড় কর্মসূচি রয়েছে। সেখান থেকেই দলনেত্রীর সফরের খুঁটিনাটি ঠিক হতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বীরভূম সফর নিঃসন্দেহে একাধিক দিক থেকে তাৎপর্যপূর্ণ।

তবে মমতা এমন একটা সময় যাচ্ছেন, যখন বীরভূমে দলের এক ও অদ্বিতীয় ভরসার ব্যক্তি এবং নেত্রীর নিজের অত্যন্ত ‘প্রিয়’ অনুব্রত মণ্ডল জেলবন্দি। গরু পাচার মামলায় তাঁকে সিবিআই গ্রেপ্তার করেছে। আপাতত আসানসোল জেলে বন্দি অনুব্রত মণ্ডল। এতদিন যতবার বীরভূমের যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিলেন জেলা সভাপতি।

তৃণমূল নেত্রীর সফরের মূল লক্ষ্য় সম্ভবত পঞ্চায়েত ভোটের আগে জেলাস্তরের সংগঠন বুঝে নেওয়া। যে সংগঠন নিজে হাতে তৈরি করেছেন অনুব্রত। বীরভূমের প্রতিটি প্রান্ত তাঁর হাতের তালুর মতো চেনা। তাঁর মতো দক্ষ সংগঠক দলের খুব কম আছে, তা মেনে নেয় শীর্ষ নেতৃত্বও। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সব মহলের।

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত ও ৬ পুরসভাকে নিয়ে সমাবেশ হবে।