এক নজরে

এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডে পা রাখলো তালিবানরা

By admin

August 19, 2021

কলকাতা ব্যুরো: বন্দুকের জোরে পুরো দেশ দখল করার পর এবার তালিবান জঙ্গিদের পা পড়লো আফগানিস্তান ক্রিকেট বোর্ডে। বৃহস্পতিবার আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল্লা মাজারিকে সঙ্গে নিয়ে কাবুলে আফগান ক্রিকেট বোর্ডের সদর দফতরে পৌঁছয় তালিবানরা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ সিনওয়ারি ক’দিন আগেই সমর্থকদের আশ্বস্ত করেছিলেন এই বলে যে, তালিবানরাও ক্রিকেট পছন্দ করে। তাই দেশের রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যেও ক্রিকেট খেলা চালিয়ে যেতে অসুবিধা হবে না। তিনি এও জানিয়েছিলেন যে, আফগান ক্রিকেটাররা ও তাঁদের পরিবারের লোকজন নিরাপদেই রয়েছেন।

আফগান বোর্ড কর্তার এমন ঘোষণার রেশ কাটতে না কাটতেই ধরা পড়ল অন্য ছবি। এই মুহূর্তে সোস্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে আফগান বোর্ডের সম্পূর্ণ ভিন্ন চিত্র। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কনফারেন্স রুমে আগ্নেয়াস্ত্র হাতে তালিবানের ছবি দেখে সবার কপালে চিন্তার ভাঁজ।

তার আগে আফগান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান আমিরশাহিতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি টি-২০ বিশ্বকাপে রশিদ খানদের অংশ নেওয়ার বিষয়ে নিশ্চয়তা দিয়েছিলেন। হাসান আরও জানিয়েছিলেন যে, আফগানিস্তান ক্রিকেট দল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে। তবে তার জন্য অন্য কোনও দেশে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টায় রয়েছে এসিবি। পরিবর্তিত পরিস্থিতিতে আফগান ক্রিকেটের ভবিষ্যৎ কোন দিকে গড়ায় সেদিকেই এখন সবার নজর।