কলকাতা ব্যুরো; তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়বে রাজ্যই।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যাযের নেতৃত্বে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব গৃহীত হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন। ঠিক হয়েছে, কোনও কেন্দ্রীয় সাহায্য ছাড়াই পূর্ব মেদিনীপুরের তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি গড়বে রাজ্য।
তবে বন্দর নির্মাণের জন্য রাজ্য সরকারের অপর অংশীদার কে হবে তা পরবর্তী সময়ে দরপত্র দেখে স্থির করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য ১৩ হাজার কোটি টাকা খরচ করে ১৮ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র বন্দর নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকার তার ৭৪ শতাংশ শেয়ার কেন্দ্রীয় সরকারকে ছাড়ার বিনিমযে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য মুড়িগঙ্গার উপরে একটা সেতু নির্মাণ করে দেওয়ার প্রস্তাব দিলেও কেন্দ্র তাতে সম্মতি না দেওয়ায় রাজ্য সরকার নিজেই এই বন্দর তৈরির সিদ্ধান্ত নিল বলে জানা গিয়েছে। এর আগে এই প্রকল্পে কেন্দ্রের অসহযোগিতা নিয়ে বারেবারেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।