এক নজরে

আমেরিকার সার্জিক্যাল হানার মুখে সিরিয়া

By admin

March 01, 2021

মৈনাক শর্মারাষ্ট্রপতি হবার মাত্র ৩৬ দিনের মাথায় সিরিয়াতে সার্জিক্যাল স্ট্রাইক করলো জো বিডেনের আমেরিকান বায়ু সেনা। সূত্রের খবর অনুসারে, হামলাটি হয় সিরিয়া ও ইরাক সীমান্তের কাছে আল বুকামাল নামের জায়গাতে। এই হামলা নিয়ে বেশি শোরগোল দেখা যায়নি সিরিয়ার তরফে। তবে ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমাবন্দরে হামলার জবাব ছিল আমেরিকার এই সার্জিক্যাল স্ট্রাইক, জানালো মার্কিন সেনা।

প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই দুষ্কৃতী হামলার শিকার হয় ইরাকের এরবিল্ বিমান বন্দরে থাকা ইউএস ও ইউকের মিলিত সেনা। যার ফলে হতাহত হন বহু মার্কিন সেনা। এই হামলার দায়ভার নিতে আপাতত সামনে আসেনি কোনো উগ্রপন্থী দল। তবে সিরিয়ার উপর এই হামলার প্রভাব পড়বে উগ্রপন্থী দল কাটাব হিজবুল্লাহর উপর। কাটাব হিজবুল্লাহর দলকে আগে থেকেই উগ্রপন্থী হিসাবে ঘোষণা করে জাপান, আমেরিকা ও সম্মিলিত আরব।