এক নজরে

অলিম্পিক্সে শৃঙ্খলাভঙ্গের দায়ে সাসপেন্ড কুস্তীগির ভিনেশ ফোগাট

By admin

August 11, 2021

কলকাতা ব্যুরো: টোকিও অলিম্পিক্স, ২০২০-তে ভারতীয় স্কোয়াডের তরফে যে কয়েকজন অ্যাথলিটের উপর পদক জয়ের আশা সবথেকে বেশি ছিল তাঁদের মধ্যে অন্যতম হলেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট। অনেকেই আশা করেছিলেন তিনি এবার ভারতের হয়ে পদ আনবেন। তবে টোকিও অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে তিনি হেরে গিয়ে ছিটকে যান। আর তারপর থেকে তাঁকে নিয়ে নানা অভিযোগ উঠেছে। আর এবার ভারতীয় রেসলিং ফেডারেশনের (ডব্লুএফআই) তোপের মুখে পড়লেন ভিনেশ। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে সাময়িক বহিষ্কার করলো ডব্লুএফআই।

জানা গিয়েছে, টোকিও অলিম্পিক থেকে ফেরার পরই এই সিদ্ধান্তের কথা জানায় ভারতীয় কুস্তির নিয়ামক সংস্থা। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে। তবে ভিনেশের বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি দলের বাকিদের সঙ্গে অনুশীলন করতে অস্বীকার করেন। প্রসঙ্গত, অলিম্পিকে দেশের সবাই একসঙ্গে অনুশীলন করেন কিন্তু ভিনেশ তা করতে অস্বীকার করে আলাদাভাবে অনুশীলনের দাবি জানান। যা একেবারেই নিয়মবহির্ভূত।

ভিনেশের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, তিনি গেমস ভিলেজে দলের বাকি সদস্যদের সঙ্গে একই ফ্লোরে থাকতে অস্বীকার করেন। তিনি আলাদা ফ্লোরে নিজের জন্য আলাদা ঘর চান। এছাড়াও তিনি, ভারতীয় দলের নির্দিষ্ট করে দেওয়া কিট পরেননি কারণ সেখানে স্পনসরের নাম ছিল। তবে অলিম্পিক ফেডারেশনের নিয়ম অনুযায়ী সবাইকেই জাতীয় দলের জার্সি পরে নামতে হয়। সেখানে স্পনসরের নামও থাকে। কিন্তু ভিনেশ তা পরতে অস্বীকার করেন। যা একেবারেই নিয়ম বহির্ভূত। সূত্রের খবর, ভিনেশ একদিনের জন্যও নিজের দলের বাকিদের সঙ্গে থাকেননি বা অনুশীলন করেননি।

পাশাপাশি টোকিও অলিম্পিকে যাওয়ার আগে নিজের ব্যক্তিগত কোচ উল্লার অ্যাকোসকে নিয়ে হাঙ্গেরিতে অনুশীলন করেছিলেন ভিনেশ। সঙ্গে ছিল কোচের স্ত্রী অর্থাৎ নিজের স্ত্রী ও ভিনেশকে একইসঙ্গে প্রশিক্ষণ দেন উল্লার অ্যাকোস। তাঁর স্ত্রী অলিম্পিকে কুস্তিতে হাঙ্গেরিকে প্রতিনিধিত্ব করেছেন। যা একদমই ভালো চোখে দেখেনি ফেডারেশন।জানা গিয়েছে, ফেডারেশনের তরফে এই সাসপেনশনের সঠিক উত্তর দিতে ভিনেশকে ১৬ই আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মোটামুটি ভাবে তিনটি ধারায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তবে শুধু ভিনেশই নন, কুস্তীগির সোনম মালিককেও খারাপ ব্যবহারের জন্য শোকজ করা হয়েছে। তবে তাঁকে বহিস্কার করেনি ফেডারেশন।