%%title%%

এক নজরে

সুশান্তের বাবার অভিযোগ, ধারা নিয়ে সন্ধিহান আইনজীবীরা

By admin

July 28, 2020

কলকাতা ব্যুরো: ছেলের মৃত্যুর প্রায় দের মাস পরে তাঁর বান্ধবী ও অভিনেত্রী রেহা চক্রবর্তীর বিরুদ্ধে বিহারের রাজীবনগর থানায় অভিযোগ করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা। তাঁর অভিযোগের পরেই বিহার পুলিশের একটি দল মুম্বাইয়ে পৌঁছেছেন। যদিও মুম্বাই পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে বিহার পুলিশের থেকে এ ব্যাপারে তাঁদের কিছু জানানো হয়নি।এ দিকে মৃত সুশান্ত সিংয়ের বাবা কেকে সিং তাঁর অভিযোগপত্রে যে সব অভিযোগ এনেছেন তার বেশ কিছু ধারা প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। একইসঙ্গে চুরি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে ওই অভিনেত্রীর বিরুদ্ধে। সবশেষে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয়েছে।

ওই অভিনেত্রী তাঁর ছেলেকে পরিবার থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ বাবার। ছেলের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিন্ন করতে সুশান্তের মোবাইল নম্বর বদলে দেওয়ারও অভিযোগ তাঁর। অন্য দিকে ভুল ওষুধ খেতে বাধ্য করা, ছেলের অর্থ গ্রাস করার অভিযোগও করা হয়েছে।

ওই অভিনেত্রী তাঁর ছেলেকে পরিবার থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ বাবার। ছেলের সঙ্গে পরিবারের যোগাযোগ ছিন্ন করতে সুশান্তের মোবাইল নম্বর বদলে দেওয়ারও অভিযোগ তাঁর। অন্য দিকে ভুল ওষুধ খেতে বাধ্য করা, ছেলের অর্থ গ্রাস করার অভিযোগও করা হয়েছে।কলকাতা হাইকোর্টের আইনজীবীরা বলছেন, যে ধারাগুলি দেওয়া হয়েছে তাতে মনে হচ্ছে, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য একাধিক তির ছুড়ে দেওয়া হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের সঙ্গে নানা ছোটখাটো অভিযোগ জুড়ে দিলে হাই প্রোফাইল মামলায় তা নিয়ে আলোচনা চলে কিন্তু শেষ পর্যন্ত মামলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কার অভিজ্ঞতার কথা জানাচ্ছেন আইনজীবীরা। তবে সবাই একটি কথা মানছেন, এমন হাই প্রোফাইল মামলায় এমন নানা অভিযোগ জুড়ে থাকলে তা মিডিয়ার চর্চায় থাকে। মিডিয়া ট্রায়াল চলতে থাকে বহু দিন পর্যন্ত