%%sitename%%

এক নজরে

সুপ্রিম কোর্টের জোড়া ফলা

By admin

August 05, 2020

কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বিড়ম্বনা বাড়লো অভিযুক্ত রেহা চক্রবর্তীর। এই তদন্তে তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না করার আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট। ফলে রেহা চক্রবর্তীকে যে কোনও সময় গ্রেপ্তারের সম্ভাবনা বাড়লো।

অন্যদিকে যে মামলার তদন্ত নিয়ে বিহার ও মুম্বাই পুলিশের মধ্যে গত কয়েকদিন ধরে তাল ঠোকাঠুকি চলছিল, সেখানেও অস্বস্তি বাড়লো মুম্বাই পুলিশের। তিনদিনের মধ্যে এই তদন্তের যাবতীয় রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে।

বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার পাটনায় অভিযোগ দায়ের করে। তারপরেই মুম্বাই পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলে বিহার পুলিশ। ১৩ জুনের ঘটনায় শুধুমাত্র অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে এতদিনে কেন এফআইআর হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন বিহারের ডিজি। যদিও মুম্বাইয়ের পুলিশ কমিশনার দাবি করেন বহু লোকের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এ দিন কেন্দ্র সুপ্রিম কোর্টে জানায়, বিহার পুলিশের আবেদন মেনে তদন্ত সিবিআইকে দেওয়া হয়েছে।

বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ এ দিন অভিযুক্তকে রক্ষাকবচ না দেওয়া ও মুম্বাই পুলিশের তদন্ত রিপোর্ট তিনদিনে দেওয়ার নির্দেশ দেওয়ায় এবার আদালতের দিকে তাকিয়ে মৃতের পরিবার।