এক নজরে

মৃত্যুর ৮৩ দিন পরে গ্রেপ্তার সুশান্তের শ্যালক ও ম্যানেজার

By admin

September 04, 2020

কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যুর ৮৩ দিন পরে ওই ঘটনার তদন্ত করতে গিয়ে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেপ্তার করল শৌভিক চক্রবর্তী ও শ্যামল মিরান্ডাকে।

সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রেহা চক্রবর্তীর ভাই সৌভিকের ঘনিষ্টভাবে যোগাযোগ ছিল সুশান্ত সিংয়ের সঙ্গে। দুজনে মিলে বেশ কিছু ব্যবসাও করছিলেন বলে কিছু নথি উদ্ধার করেছে ইডি।

এরইমধ্যে কয়েকদিন আগে রেহা চক্রবর্তীর মোবাইলের এসএমএস এর সূত্র ধরে উঠে আসে মাদকচক্রের যোগ। আর তারপরেই এই মামলায় ঢুকে পরে নারকোটিক্স বিভাগ। গত কয়েকদিন ধরে কয়েকদিন ধরে নারকোটিক্স কন্ট্রোল মুম্বাইয়ে মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল। তাদের জেরা করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ও মাদক তত্ত্ব আরো জোরালো হয়।

শুক্রবার ভোর বেলায় নারকোটিক্স তদন্তকারীরা সৌভিক চক্রবর্তী এবং সুশান্তের ম্যানেজার মিরান্ডার বাড়িতে তল্লাশি চালায়। তারপরেই এনসিবির দপ্তরে সমন পাঠিয়ে তলব করা হয় দুজনকে। প্রায় ১১ ঘণ্টা ধরে তাদের জেরার পর অবশেষে এদিন রাতে সৌভিক ও স্যামুয়েলকে গ্রেপ্তার করেছে এনসিবি।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসারদের ইঙ্গিত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য শুধু নয়, এনসিবির হাতে আশা তথ্য সূত্র থেকে মুম্বাই তথা বলিউডে মাদকের চক্রের একটা বড় পর্দা ফাঁস হতে পারে।