এক নজরে

সুশান্তে সিবিআই দিলো সুপ্রিম কোর্ট

By admin

August 19, 2020

কলকাতা ব্যুরো: সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সিবিআইকেই দায়িত্ব দিলো হাই প্রোফাইল মৃত্যুর তদন্তের। বুধবার বিচারপতি হৃষিকেশ রায় তাঁর রায়ে জানিয়ে দিলেন, সিবিআই তদন্ত করবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। ফলে গত ২৭ জুলাই পাটনায় সুশান্তের বাবা ছেলের মৃত্যুতে অভিযোগ দায়েরের পরে যে জটিলতা শুরু হয়েছিল তার নিষ্পত্তি হলো।

পাশাপাশি মুম্বাই পুলিশের সঙ্গে তদন্ত নিউই দড়ি টানাটানির মধ্যে যে বিতর্ক বেধেছিল, এই রায়ে প্রাথমিকভাবে সেই জটও কাটলো বলে মনে করছে নাগরিকসমাজ।সুপ্রিম কোর্টের রায়ের পরেই গলা চড়িয়ে বিহারের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে একে অন্যায় এর বিরুদ্ধে ন্যায়ের জয় বলে মত দিয়েছেন। আবার শিবসেনা শীর্ষ আদালতের এই রায়কে আগামী বছর বিহারে ভোটের অঙ্ক বলে আদপে বিজেপিকে কটাক্ষ করেছে।

এ ডি তার রায়ে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সিবিআইকে তদন্তে সবরকম সহযোগিতা করবে মহারাষ্ট্র পুলিশ। এত দিন এই মামলায় প্রাপ্ত যাবতীয় নথি মুম্বাই পুলিশ দেবে সিবিআইকে।

এই রায়ের পরে মুম্বাইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং সংক্ষিপ্ত বক্তব্যে কোর্টের নির্দেশের প্রতিলিপি দেখে বাকি কথা বলবেন বলে জানিয়েছেন। তবে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যা ইঙ্গিত দিয়েছেন তাতে এই রায় নিয়ে আরও জল ঘোলার রাস্তায় হাটতে পারে শিবসেনা। সেক্ষেত্রে শিবসেনার তোলা ‘রাজনীতি শুরুর’ অভিযোগ নিয়ে ফের বিজেপি-র সঙ্গে সংঘাতে জড়াতে পারে উদ্ভব ঠাকরের দল।

কোর্টের বক্তব্য, সুশান্তের বাবা পাটনায় অভিযোগ দায়ের করে কোনো ভুল করেননি। আবার সিবিআইয়ের শুধু পাটনা নয়, যে কোনো জায়গায় হওয়া অভিযোগের তদন্ত করার অধিকার সিবিআইয়ের আছে, বক্তব্য সুপ্রিম কোর্টের।

সিবিআই নতুন করে এফআইআর করতে পারে বলেও রায়ে জানিয়েছে কোর্ট। তবে তাদের সবরকম সহযোগিতা করতে হবে মহারাষ্ট্র সরকারের। কারণ এটা কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, মত সুপ্রিম কোর্টের।

১৩ জুন সুশান্তের মৃত্যুর পর ২৭ জুলাই পর্যন্ত ব্যাপারটা মুম্বাই পুলিশের একতরফা নাগালে ছিল। তারপরেই বিহার পুলিশের আগ্রাসনে চাপ বাড়ে মুম্বাই পুলিশের।