%%sitename%%

এক নজরে

সুশান্ত মৃত্যু, ডিজি-সিপি লড়াই, তদন্ত তিমিরেই

By admin

August 04, 2020

কলকাতা ব্যুরো: মুম্বাই পুলিশ অভিযুক্তের ভাষায় কথা বলছে। কোনো রাখঢাক না করে ক্যামেরার সামনে এ ভাষাতেই তোপ দাগলেন বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বিহার পুলিশের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলার পরেই খোলাখুলি আসরে নামে বিহার পুলিশ। অভিযুক্ত রেহা চক্রবর্তী যে যুক্তিতে বিহার পুলিশের তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন, সেই একই যুক্তি কি করে মুম্বাই পুলিশ দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বিহারে ডিজি। দেশের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা একটি বাহিনীর দুই রাজ্যের পুলিশের একটি হাই প্রোফাইল মামলার তদন্ত নিয়ে এমন দড়ি টানাটানির নজির সাম্প্রতিক অতীতে হয়েছে বলে মনে করতে পারছেন না বর্ষীয়ান পুলিশকর্তারাও।

এর ফলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়ে গত কয়েকদিন দুই রাজ্যের পুলিশের তাল ঠোকাঠুকি একেবারে প্রকাশ্যে চলে এলো। বিহারের পুলিশ সুপারকে কোয়ারিনটিন করার পর সেখানকার ডিজি-র প্রতিবাদের পর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাঁর বাহিনীর পাশে দাঁড়ান। আর বিকেলে ক্যামেরার সামনে আসেন মুম্বাইয়ের সিপি। সেখানেই পরমবীর সিং তদন্তের অগ্রগতি হয়েছে বলে দাবি করেন। উল্টোদিকে গুপ্তেশ্বর পান্ডের পাল্টা প্রশ্ন, ১৪ জুন ঘটনার পর থেকে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে এত দিনেও তার আর কোনো অগ্রগতি কেন হয়নি? সন্ধ্যায় বিহারের ডিজি এই ইস্যুতে আরও গলা চড়িয়ে বক্তব্য রাখেন ক্যামেরার সামনে। এরইমধ্যে গ্রেটার মুম্বাই পুরসভা বিহারের আইপিএসকে জোর করে কোয়ারিনটিন করার অভিযোগের সাফাই দিতে লিখিত বিবৃতি দেয়। সেখানে রাজ্যের আইনের যুক্তি দেওয়া হয়। এরই মাঝে পুলিশি বাকযুদ্ধের মধ্যে মহারাষ্ট্রের শিবসেনা সরকারকে হুল ফোটানোর চেষ্টায় মাঠে নেমেছে বিজেপি।