কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় এবার কালাজাদু তত্ত্ব উঠে এলো সিবিআই তদন্তে। আর সেই আধ্যাত্মিক পথের হদিশ পেতে তদন্তকারীরা গেলেন আন্ধেরির ওয়াটারস্টোন হোটেলে। এই হোটেলেই প্রায় দু’মাস আধ্যাত্মিক কর্মকান্ডের টানে সুশান্ত সিং রাজপুত ঘাঁটি গেড়েছিলেন বলে জানতে পেরেছে সিবিআই। ইউরোপ ট্যুর থেকে ফিরে বান্ধবী রেহা চক্রবর্তী সুশান্তকে বোঝান ‘খারাপ বাতাস’ তার গায়ে লেগেছে। তাই সেই বাতাস থেকে বাঁচতে তুকতাক ঝাড়ফুঁকের মতো রাস্তাতেই হাটেন রেহা। আর তা করতেই তিনি সুশান্তকে এই হোটেলে প্রায় দু’মাস রেখেছিলেন বলে জানতে পেরেছে সিবিআই। সে সম্পর্কে বিস্তারিত জানতেই তদন্তে কেন্দ্রীয় দল এবার হোটেলে।
যদিও তাঁদের থেকে সন্তানকে আলাদা করতে রেহা নানা অসদুপায় অবলম্বন করেছিল বলে অভিযোগ করেছিলেন সুশান্তের বাবা কেকে সিং। ফলে হোটেলে রেখে তুকতাক কিসের জন্য তা নিয়েও এখন প্রশ্ন উঠলো।