কলকাতা ব্যুরো: ধোনির ঘোষণার কিছুক্ষনের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না। বা হাতি রায়না ছিলেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। ধোনির মতোই রায়নাও আইপিএল এ চেন্নাই সুপার কিংয়েসের প্লেয়ার।
ফলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনির সঙ্গেই আর কিছুদিনের মধ্যে ২২গজে দেখা যাবে আইপিএলে।