এক নজরে

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাতেই সিবিআই বোঝালো শীর্ষ আদালত

By admin

August 19, 2020

কলকাতা ব্যুরো: সুশান্ত সিংয়ের মতো সেলিব্রেটির মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছভাবে হওয়া উচিত বলে মনে করে সুপ্রিম কোর্ট। বুধবার এই মামলার রায় দিতে গিয়ে এই মত দেওয়ার পাশাপাশি এই মামলা নিয়ে যে ভাবে পুলিশকর্তা বা রাজনীতিকদের মধ্যে তরজা বেঁধেছে, তাতে সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া স্বাভাবিক বলেও মনে করছে আদালত। ফলে মানুষের মনে বিশ্বাস ফেরাতেই কোর্টকে দায়িত্ব নিতে হলো বলেও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি হৃষিকেশ রায়।

তাঁর ৩৫ পাতার রায়ে তিনি নজর রেখেছেন অভিনেতার উত্থানের দিকেও। আদালতের বক্তব্য, সুশান্ত সিং রাজপুত ক্রমশ নিজেকে মুম্বাই সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু নিজেকে পুরোপুরি প্রমান করার আগেই তিনি চলে গেলেন। এই অবস্থায় তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে আগ্রহী তাঁর পরিবার পরিজন থেকে গুণগ্রাহীরা। সেই কারণেই এই ঘটনার তদন্ত নির্ভীক, নিরপেক্ষ, স্বচ্ছ ভাবে হওয়া উচিৎ।

বিচারপতি হৃষিকেশ রায়

সিবিআই তদন্তের পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে কোর্ট মনে করিয়ে দিয়েছে রেহা চক্রবর্তীর আবেদনের প্রসঙ্গও। কোর্ট বলেছে, সুশান্তের বান্ধবী রেহা চক্রবর্তীও একসময় সিবিআই তদন্ত চেয়েছিলেন। ফলে এই তদন্ত হলে তিনিও নিরপেক্ষ বিচার পাবেন।

এই তদন্ত নিয়ে মুম্বাই পুলিশের সম্পর্কে মানুষের বিশ্বাস যে টাল খেয়ে থাকতে পারে নাম না করেও এ দিনের রায়ে সেই ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত। বক্তব্য, তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, মানুষের সেই বিশ্বাস ফেরাতে তখন দায়িত্ব নিতে হয় বিচার বিভাগকে। সেই পরিপ্রেক্ষিতেই যে সিবিআই তদন্ত তা বুঝিয়ে দিলো শীর্ষ আদালত।