এক নজরে

বেলেঘাটা আইডি-র নজিরবিহীন সাফল্য

By admin

August 16, 2020

কলকাতা ব্যুরো: করোনা চিকিৎসায় বড়সড় বিপ্লব করে ফেললো রাজ্য। এক ৭৪ বছরের করোনা আক্রান্ত বৃদ্ধকে টানা দের মাস শুধু অক্সিজেন দিয়ে পুরোপুরি সুস্থ করে তুলেছেন চিকিৎসকরা। যেখানে করোনা প্রাণঘাতী হলে ভেন্টিলেশনই একমাত্র বাঁচার উপায় বলে এতদিন বিশ্বাস করতেন চিকিৎসকরাও, সেখানে শুধু অক্সিজেনেই সঙ্কটজনক করোনা রোগীর প্রাণ বাঁচিয়ে নতুন পথ খুলে দিলেন একদল চিকিৎসক, মত চিকিৎসকমহলেরই।না, কোনো বেসরকারি হাসপাতাল নয়, রাজ্যের এক সরকারি হাসপাতালই এমন প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলেছে। দীর্ঘ চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায়, আজ, সোমবারই তাঁকে ছুটি দিতে পারে হাসপাতাল। বেলেঘাটা আইডি হাসপাতালের এমন সাফল্যে গর্বিত স্বাস্থ্য দপ্তরের কর্তারাও। আর এই রোগীর চিকিৎসায় সাফল্যে যিনি অন্যতম অংশীদার সেই চিকিৎসক যোগীরাজ রায় বলেন, ‘অক্সিজেন দিয়ে সুস্থ করতে হবে এমন রোগী সারা পৃথিবী জুড়ে রয়েছেন। তাঁদের কাউকে ২০-২২ দিন আবার কাউকে হয়তো একমাস অক্সিজেন দিয়ে সুস্থ করা হয়েছে। কিন্তু এই রোগীর ক্ষেত্রে আরও দীর্ঘ সময় ভেন্টিলেশনে না দিয়ে শুধু অক্সিজেন দিয়েই আমরা সুস্থ করতে পেরেছি।’ এ ক্ষেত্রে তাঁর ব্যাখ্যা, ‘চিকিৎসার জন্য ধৈর্য রাখা জরুরি। সেই ধৈর্য রাখলে যে সুফল পাওয়া যায়, এটা তার উদাহরণ।’করোনা আক্রান্ত হওয়ায় ৪ জুলাই রঞ্জিত মাইতি নামের ওই বৃদ্ধকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় কয়েকজন চিকিৎসককে নিয়ে মেডিকেল বোর্ড তৈরি হয়। এমন বয়সের রোগীর সংকট কাটিয়ে সুস্থ করতে ভেন্টিলেশনকেই একমাত্র উপায় হিসেবে মত দেন কিছু বিশেষজ্ঞ। কিন্তু যেহেতু রোগীর আরও কিছু সমস্যা রয়েছে তাই, এর পাল্টা এবং বিকল্প পথ হিসেবে কিছু চিকিৎসক অক্সিজেন দিয়েই রোগীকে সুস্থ করার পক্ষে মত দেন।

এই রোগীর ক্ষেত্রে আরও দীর্ঘ সময় ভেন্টিলেশনে না দিয়ে শুধু অক্সিজেন দিয়েই আমরা সুস্থ করতে পেরেছি।’ এ ক্ষেত্রে তাঁর ব্যাখ্যা, ‘চিকিৎসার জন্য ধৈর্য রাখা জরুরি। সেই ধৈর্য রাখলে যে সুফল পাওয়া যায়, এটা তার উদাহরণ।’

এতদিনের প্রথাগত পথের বাইরে গিয়ে চিকিৎসায় কিছুটা হয়তো সংশয় ছিল। কিন্তু চিকিৎসকদের টানা লড়াইয়ে শেষ পর্যন্ত সুস্থ হলেন বৃদ্ধ। আর করোনা চিকিৎসা বিজ্ঞানে এক নতুন পথের সন্ধান বেলেঘাটা আইডি-র চিকিৎসকরা দিলেন বলে মনে করছে চিকিৎসকমহল।চিকিৎসকদের একাংশের বক্তব্য, যে নতুন পথের সন্ধান দিলেন বেলেঘটার সরকারি চিকিৎসকরা আগামী দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু বৃহত্তর মঞ্চে তাকে উদাহরণ হিসেবে রাখতেই পারে।