%%sitename%%

এক নজরে

আপাতত আবহাওয়ার উন্নতি হলেও রবিবার ফের বৃষ্টির পূর্বাভাস

By kolkata361Desk

August 06, 2020

কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার সকাল থেকেই অবিরাম বৃষ্টি কলকাতা ও শহরতলিতে। বিকেলের দিকে বৃষ্টির বেগ কিছুটা কমেছে। আজ আকাশ মেঘলা থাকলেও আবহাওয়ার উন্নতি হবে বলেই মনে করছে হওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে তা ক্রমশ পশ্চিমে অগ্রসর হচ্ছে। আপাতত ওড়িশা উপকূলের কাছে রয়েছে এই নিম্নচাপ।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু’দিন এই নিম্নচাপ শক্তিক্ষয় করবে। ফলে বৃষ্টি কমবে। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে চলেছে দিনভর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আবহাওয়ার পরিবর্তন হয়। শক্তিশালী নিম্নচাপটি বাংলাদেশ উপকূল থেকে সরে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে অবস্থান করায় এব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় তৈরি ঘূর্ণাবর্তর প্রভাবেই বৃষ্টি অব্যাহত রয়েছে দক্ষিণবঙ্গে৷

যদিও সপ্তাহ শেষে ফের হয়তো বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। এমনিতেই সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টির আগাম সতর্কতা দিয়েছে আলিপুর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙ এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। সপ্তাহ শেষে মূলত রবিবার পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেকারণেই রবিবার ফের বৃষ্টি হতে পারে।