এক নজরে

বিজেপি ছেড়ে তৃণমূলের পথে সুব্রহ্মণ্যম স্বামী?

By admin

August 18, 2022

কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এদিন প্রায় আধঘণ্টা দুজনের কথা হয়েছে বলে খবর। তবে কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে বৃহস্পতিবার মমতার সঙ্গে বৈঠকের পরই শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি এবার বিজেপি থেকে তৃণমূলের পথে পা বাড়াচ্ছেন বিক্ষুব্ধ বিজেপি সাংসদ?

বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচক সুব্রহ্মণ্যম। বিশেষ করে কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে তাঁকে। দু’বার মন্ত্রীসভার দায়িত্ব পেলেও মোদীর নতুন মন্ত্রিসভায় ঠাঁই হয়নি প্রবীণ এই বিজেপি নেতার। আর সেই কারণেই তিনি এভাবে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। এর আগেও পছন্দের মন্ত্রক না পেয়ে সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে।

তবে বৃহস্পতিবার নবান্নে এসে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর সঙ্গে সুব্রহ্মণ্যমের বৈঠকে অন্য রাজনীতির গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে বিজেপি সাংসদ তৃণমূলে যোগদান করলে একদিকে যেমন মুখ পুড়বে বিজেপির ঠিক তেমনই পালে হাওয়া লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়া বিরোধী জোটে।