এক নজরে

শুভেন্দুর অবস্থান, বিহার ভোটের ফলে আটকে, জল্পনা

By admin

November 09, 2020

কলকাতা ব্যুরো: বিহার নির্বাচনের দিকে তাকিয়ে আছে বাংলা। একদিকে বিহারে এন ডিএ ক্ষমতায় না এলে বাংলায় তার প্রভাব পড়বে বলে ধরে নিচ্ছে বিরোধীরা। আবার বিহার ভোটে কি হয় সে দিকেই এখন তাকিয়ে রয়েছে তৃণমূলের বেশকিছু বিক্ষুব্ধ নেতা-নেত্রী। ইতিমধ্যেই তৃণমূলের হেভিওয়েট শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা প্রবল হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে তাকে সামনে রেখে ‘আমরা দাদার অনুগামী’ নাম দিয়ে পোস্টার, ব্যানারে এখন এ এক অন্যরকম প্রচার শুরু হয়েছে। যা নিয়ে অস্বস্তি বেড়েছে শাসকদলের।ইতিমধ্যেই বিজেপির রাজ্য নেতারা শুভেন্দুকে তাদের দলে আহ্বান করেছেন। আবার শুভেন্দুকে নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর একটি মন্তব্য ঘিরে যথেষ্ট চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রবিবার যখন মুর্শিদাবাদে শুভেন্দু তার কর্মসূচিতে যোগ দিয়েছেন, তখন বহরমপুরে বসেই অধীর চৌধুরীর বক্তব্য, তৃণমূল ক্ষমতায় আসার ক্ষেত্রে কাঁথির অধিকারী পরিবার ও বিশেষ করে শুভেন্দু অধিকারীর বড় ভূমিকা ছিল। তাই তাদের অসম্মান করলে ভুগতে হবে তৃণমূলকে।অধীর চৌধুরীর মতো পোড়খাওয়া কংগ্রেস নেতার এমন মন্তব্য তাই শুভেন্দু ইস্যুতে নতুন মাত্রা যোগ করেছে।শুভেন্দুকে নিয়ে জল্পনা চলছে গত কয়েক মাস ধরেই। আর এখন তার নিজস্ব স্টাইলে কোন ও ঝান্ডা ছাড়া জেলায় জেলায় সফর এবং কর্মসূচিতে তিনি কি করবেন, সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের মতে তিনি ও অন্যদের মতোই জল মাপছেন। একদিকে নিজের মতো করে জেলায় জেলায় সংগঠন করছেন, অন্যদিকে আবার মন্ত্রী হিসেবে সরকারি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আসলে বিহার নির্বাচনের ফল কি হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন তিনিও। বিহারে এন ডি এ যদি ক্ষমতায় না আসে, সে ক্ষেত্রে তার অবস্থান কী হবে তা আর কিছুদিনের মধ্যেই বোঝা যাবে।