এক নজরে

#ShareMarket : কোভিড বিধি নিষেধ নিয়ে শেয়ার বাজার সূচক

By admin

March 25, 2022

শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে যোগাযোগমৈনাক শর্মা 8759689108 (Call and WhatsApp)

বাড়তে থাকা করোনা সমস্যার কারণে ভারতে কোভিড বিধি নিষেধ নিয়ে স্টার্টআপ, হসপিটালিটি, মালটিপ্লেক্স, পরিবহন ইত্যাদি বিভাগ ক্ষতির মুখে পড়েছে শেয়ার বাজারের। প্রত্যাশিত ভাবে পার্শ্ববর্তী এলাকায় ঘুরছে বাজার সূচক, যায় আর এক প্রধান কারণ দ্রব্য মুল্য বৃদ্ধি ও রাশিয়া ইউক্রেন উত্তেজনা।

প্রায় ২৩৩.৪৮ পয়েন্ট কমলো sensex (৫৭৩৬২.২০)। NIFTY ৬৯.৮০ পয়েন্ট কম হয়ে দাঁড়ায় ১৭১৫৩ র ঘরে। আজ প্রায় ১৯৫৮ টি স্টক যায় নীচের দিকে, বাড়ে মাত্র ৯১ টি শেয়ার।

তবে Nifty কে বিশ্লেষণ করলে বলা যায় nifty তার ১৭০০০ এর মনোভাবাপন্ন সাপোর্ট জোনের নীচে যাবে না, যা ২০০ দিনের মুভিং এভারেজ র কাছেই। তবে বিনিয়োগের প্রবণতা বাড়লে যেতে পারে ১৭৪৫০ এর ঘরেও। Derivatives এর ক্ষেত্রে ১৭০০০ এর স্টপ লস ভালো।

অন্যদিকে Nifty Bank ইতিবাচক সাড়া দিলেও দিনের শেষে যাই নিচের দিকেই। প্রায় ১১৭ পয়েন্ট নীচে নেমে আসে ৩৫৪১০ এর ঘরে। সাপ্তাহিক চার্টে বুলিশ ক্যান্ডেল দেখা দিলেও এই মাসে ৩৫২৫০ থেকে ৩৫৭৫০ এর ঘর ধরে রাখতে পারবে।

সুইং ট্রেডিংয়ের জন্যে নজড় রাখতে হবে Cyient স্টপ লস হবে ৯০১। টাটা মোটরস স্টপ লস হবে৪২৫। ১০ থেকে ১৫ দিনের জন্য রাখতে হবে নিজের পোর্টফোলিও তে ।