এক নজরে

বিজ্ঞানের অস্কার পেলেন পদার্থবিজ্ঞানী ওয়েনবর্গ

By admin

September 11, 2020

কলকাতা ব্যুরো : ব্রেক থ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্স পেলেন নোবেল পুরষ্কার জয়ী কনা পদার্থবিজ্ঞানী টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন ওয়েনবর্গ। ৩০ লক্ষ ডলারের এই পুরস্কারকে বলা হয় বিজ্ঞানের অস্কার। নোবেলের পরিপূরক। ৪৯ বছর আগে তার আর একটি গবেষণার জন্য নোবেল পেয়েছিলেন তিনি। ব্রিকথ্রু প্রাইজের ঘোষণা করে নির্বাচন কমিটি থেকে জানানো হয় মৌলিক পদার্থবিজ্ঞানের গবেষণায় ওয়েনবার্গের অসাধারণ কৃতিত্বের কথা। তার গবেষণায় উপকৃত হয়েছে পদার্থবিজ্ঞানের অনেকগুলি ক্ষেত্র। কনাদপদার্থবিজ্ঞান, মহাকাশবজ্ঞান,ও মাধ্যাকর্ষণ সংক্রান্ত গবেষণা। বিজ্ঞান কে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার ক্ষেত্রে তার অবদান অপরিসীম। তবে অতিমারির জন্য আপাতত স্থগিত থাকলেও জীব বিজ্ঞান, গণিত ও পদার্থবিজ্ঞানে এবছরের পদক দেওয়া হবে আগামী বছরের প্রথম পর্বের কোনো এক সময়।