এক নজরে

#SSC Group-D : এসএসসি গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির প্রথম মামলাকারীকে তলব করল সিবিআই

By admin

July 05, 2022

কলকাতা ব্যুরো: এসএসসি গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির ঘটনায় অন্যতম মামলাকারী লক্ষ্মী টুঙ্গাকে নিজাম প্যালেসে সমস্ত নথিপত্র-সহ তলব করল সিবিআই৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যে মামলাকারী লক্ষ্মী টুঙ্গাকে নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে। মূলত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বয়ানের সঙ্গে তাঁর বয়ান মিলিয়ে দেখা হবে বলে সিবিআই সূত্রে খবর৷

এসএসসি গ্রুপ-ডি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি অভিযোগে প্রথম মামলা করেছিলেন এই লক্ষ্মী টুঙ্গা৷ এমনকি তাঁর দায়ের করা মামলার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর গোয়েন্দারা৷ দু’বার পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিকরা৷ গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, এবার পার্থ চট্টোপাধ্যায়ের রেকর্ড করা সেই সব বয়ানের সঙ্গে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির অন্যতম মামলাকারীর বয়ান মিলিয়ে দেখা হবে৷

এসএসসি গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে, তা সবার প্রথমে জানতে পেরেছিলেন লক্ষ্মী টুঙ্গা ৷ তিনি কীভাবে সেই সব তথ্য পেয়েছিলেন? কোনও সরকারি আধিকারিক তাঁকে এই তথ্য দিয়েছিলেন কি না? সেই সব বিষয়ে জানতেই চলতি সপ্তাহে তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই।