এক নজরে

তৃণমূল সরকারের জমি ফেরালেন সৌরভ

By admin

August 23, 2020

কলকাতা ব্যুরো: জল্পনাটা চলছিল অনেকদিন ধরেই। এবার জল্পনায় শান দিতে বসে গেছে রাজনৈতিক মহল। তবে কি সৌরভই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী! একেবারে উড়িয়ে দিতে পারছেন না বিজেপি নেতৃত্বও। দিল্লি বিজেপি-র এক নেতার কথায়, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সৌরভের নাম কেন্দ্রীয় নেতৃত্বের মাথায় নেই বললে ভুল হবে।

বাম আমলে সৌরভ সল্টলেকে জমি পান স্কুল গড়ার জন্য। কিন্তু এখন সরকার পাল্টেছে। তাই তৃণমূল সরকারের জমি ফিরিয়ে দিলেন মহারাজ। নবান্ন সূত্রের খবর, গাঙ্গুলি এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট সৌরভ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে রাজ্যের কাছ থেকে পাওয়া দু’ একর জমি ফিরিয়ে নেবার আর্জি জানান। তা প্রাথমিকভাবে গৃহীত হয়েছে। ফাইল অর্থ দপ্তরে পৌঁছে গেছে।

করোনার মধ্যেই সৌরভ দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। ওই দিনই তিনি জমি ফেরতের চিঠি দিয়ে আসেন। তবে কেউই ওই বৈঠক নিয়ে মুখ খোলেননি। জানানো হয় নেহাৎই তা সৌজন্য সাক্ষাৎ। তবে ঘটনা প্রকাশ্যে আসতে জানা গেছে, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষকেই মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে চাইছে। সৌরভ ক্রিকেট প্রশাসক হিসাবে অমিত শাহ র সঙ্গেও সম্পর্ক বেশ মধুর হয়েছে।

এদিকে মুকুল ও দিলীপ শিবিরের টানাপোড়েন বন্ধ করতে এবং সৌরভ এ রাজ্যের হট ফেভারিট দিল্লি নেতৃত্বের কাছে বলে খবর। এমনকি সৌরভের জন্মদিনে স্ত্রী ডোনাও বলে দিয়েছেন সৌরভ যদি রাজনীতিতে যান তবে শীর্ষেই থাকবেন। ফলে তাঁকে নিয়ে চলা জল্পনার আগুন উস্কে দিতে জমি ফিরিয়ে ঘৃতাহুতি দিলেন বাঙলার দাদা-ই।