কলকাতা ব্যুরো: দলের দু’জন ক্রিকেটারসহ ১৩ জন করোনা আক্রান্ত হওয়ায় চেন্নাই সুপার কিংসের দল নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে ধোনির ফ্যান দের। যদিও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। রবিবার তার বক্তব্য, সব দিকে নজর রাখা হচ্ছে। আশা করা যাচ্ছে, নির্দিষ্ট সময়ে চেন্নাই সুপার কিংস তার দল নিয়ে মাঠে নামবে।ইতিমধ্যে ওই দল থেকে সুরেশ রায়না দেশে ফিরে এসেছেন। ব্যক্তিগত কারণে সুরেশ রায়নার এবার আইপিএল না খেলা চেন্নাই এর জন্য বড় সমস্যা হতে পারে বলে ক্রিকেটারদের ধারণা।