%%sitename%%

এক নজরে

সৌরকলঙ্কর হদিস, সৌর চক্রের শক্তি বৃদ্ধির আশঙ্কা

By admin

August 10, 2020

কলকাতা ব্যুরো : মহাকাশ এক রহস্য। আদি অনন্ত কাল ধরে এই রহস্য উন্মোচন হয়ে চলেছে। সূর্য থেকে বেরিয়ে আসা আগুনের বিরাট বিরাট শিখাকে বলে সোলার ফ্লিয়ার। এটি কিছুদিন আগে আবিষ্কার করেন নাসার বিজ্ঞানীরা। এরপর এবার দেখা মিলল সৌর কলঙ্কর। বিশালকায় চেহারা তার। ৫০ কিমি ব্যাসার্ধ তার পরিমাপ। বিজ্ঞানের ভাষায় তার নাম AR2770 ।

বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ক্ষেত্রে এটি মোটেই সুখবর নয় । সোলার ফ্লেয়ার মহাকাশের আবহাওয়া ও পৃথিবী থেকে প্রেরিত উপগ্রহর পক্ষে খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। হঠাৎ ছুটে আসা সোলার ফ্লেয়ারে ধবংস কৃত্রিম উপগ্রহগুলি। ফলে এর তেজ বৃদ্ধি পাওয়া কখনই সুখবর নয়।এবার সৌরকলঙ্ক কি দেখে নেওয়া যাক। সৌরচক্রের ওপর নির্ভর করে সৌরকলঙ্কর কমা বাড়া। সৌরচক্রর মধ্যেই সূর্যর গায়ে দেখা যায় সৌরকলঙ্ক। সৌরকলঙ্ক যত বাড়ে ততই বাড়ে সৌরচক্রর শক্তি।

সূর্যর একটি অন্ধকার অঞ্চল হলো সানস্পট যা সূর্যের অন্যান্য অঞ্চলের থেকে অনেক শীতল। এই স্পটগুলিতে আয়ন যুক্ত গ্যাস রয়েছে। এই গুলি চৌম্বকীয় শক্তির ক্ষেত্র তৈরি করে। এই চৌম্বকীয় শক্তি বৃদ্ধি হলে সূর্য থেকে বেরিয়ে আসে সৌরবায়ু, সৌরঝড় ও সৌরঝলক। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সৌরকলঙ্ক বৃদ্ধি পেলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হবে, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে, আকাশে বিমান আক্রান্ত হবে, কৃত্রিম উপগ্রহ গুলি তছনছ হয়ে যাবে যা মানব সভ্যতার সংকট ডেকে আনতে পারে। এটা যে হঠাৎ করে হবে এমন নয়। তবে এ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে বিজ্ঞান মহল এ।