এক নজরে

মঙ্গলগ্রহে জমি কিনলেন বাঙালী

By admin

August 25, 2020

কলকাতা ব্যুরো : মানুষ চাঁদে গেছে শুনেছেন। মহাকাশ পারি দিয়েছে তাও শুনেছেন। বাঙালি ফ্লাট কিনছে, বাড়ি করছে আকছার দেখছেন। কারো পছন্দ নদীর ধার তো কারো বা সমুদ্র, পাহাড়। কিন্তু এই রকম তো শুনিনি মশাই!জমি, তাও আবার মঙ্গলে। অক্ষয় কুমারের ছবি মিশন মঙ্গল অনেকেই দেখেছেন বলে আশা। আস্ত একটা জমি মঙ্গল গ্রহে কেউ কিনে ফেলতে পারেন? পারেন। এ সবে বাঙালির জুড়ি মেলা ভার। সেই কবে মহর্ষি দেবেন্দ্রনাথ হিমালয় পর্বত চষে ফেলেছিলেন। শৈলেন্দ্রণারায়ান ঘোষাল শাস্ত্রী নর্মদা পরিক্রমা করেছিলেন, আর উমাপ্রশাদ মুখোপাধ্যায়ের হিমালয় ভ্রমণ তো গল্পকথা। হিমালয়ের হেন স্থান নেই স্যার আশুতোষের ছেলে দেখেননি।

বাঙালির রক্তে ঘোরা আছে। আছে দেশভ্রমণ। আর সেটাই এবার করে দেখলেন শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস। সদ্য বিবাহিত। লোকে বলছে মঙ্গলে সৌনক হানিমুন করবেন।

শৌনক অবশ্য বলেছেন , বিজ্ঞান যে দিকে এগোচ্ছে তাতে বিশ্বাস মানুষ মঙ্গলেও থাকতে পারবে।

শৌনকের নাম সহ একটা চিপ ইতিমধ্যেই নাসার রকেট চেপে মঙ্গলের উদ্দেশ্যে রওনা হযেছে। বেসরকারি অফিসে কর্মরত শৌনক এক একর জমি কিনেছে। দাম পড়েছে মাত্র তিন হাজার। জমির দলিল , মঙ্গলের ঠিক কোথায় তার জমি আছে এবং জমির যাবতীয় তথ্য ইতিমধ্যেই তার হাতে এসে গেছে। জানা গেছে নাসা একটি সংস্থাকে দিয়ে এই জমি পাবার ব্যাবস্থা করেছিল। তাতেই অংশীদার হয়ে যায় শৌনক।

তার কথায়, আমিই প্রথম বাঙালি যে মঙ্গলে জমি কিনলাম। হয়তো যাওয়া হবে না। কিন্তু লোককে তো বলতে পারবো মঙ্গলে আমার জমি আছে।

২০২৪ সালে চাঁদে লোক পাঠাতে চায় নাসা। তারপর মঙ্গল গ্রহে। পুরুষ অভিযাত্রীর পাশাপাশি মহিলা অভিযাত্রীও থাকবেন। সমস্ত দিক দেখে এখন নকশা বানাতে ব্যাস্ত শৌনক। মঙ্গলের জমি কি হবে সে নিয়েও চিন্তিত লাগলো তাকে।

কি ভাবছেন? আর দেরি কেন তবে। মাত্র তো তিন হাজার। একবার ড্রাইভ মারবেন নাকি ?